• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

MARISHA

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

24 November 2015

ফেইসবুক প্রতিষ্ঠাতার একান্ত সাক্ষাৎকার!!!

  চাঁদপুর প্রতিদিন     24 November 2015     ফেসবুক , বিনোদন      No comments   
 দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক কালেরকণ্ঠ তাদের সাপ্তাহিক ব্যঙ্গ ম্যাগাজিন ঘোড়ার ডিমে ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের সাথে তাদের কাল্পনিক সাক্ষাৎকার প্রকাশ করেছে। আপনাদের জন্য সেটাই উল্লেখ করা হলঃ



কেমন আছেন জুকার মামা?
আমি আপনার মামা হলাম কি করে?

আপনি আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। তারমানে আপনি আমার ফ্রেন্ড। আর আমাদের দেশে ফ্রেন্ডদের আদর করে মামা ডাকা হয়। এটা অলিখিত নিয়ম।
আর কি কি নিয়ম আছে, শুনি?

ফেইসবুকে যাদের স্ট্যাটাসে বেশী লাইক পড়ে, তাদের আমরা সেলিব্রিটি ডাকি। তবে যারা অটোলাইক ইউজ করে লাইক বাড়ায়, তাদের নিয়ে হাসি ঠাট্টা করি। আচ্ছা, আপনি কি অটোলাইক ইউজ করেন?
ওহ মাই গড! বলেন কি? আমি অটোলাইক ইউজ করি না। আপনি আমার ওপর এই মিথ্যা বদনাম তুলতেছেন কেন?

আমাদের দেশে যারা অটোলাইক ইউজ করে তাদের লাইক লিস্ট দেখলেই বুঝা যায়। কারণ এতে বিদেশী ফেইসবুক ইউজারের লাইক বেশী থাকে। আমি খেয়াল করে দেখছি, আপনার স্ট্যাটাসে বেশীরভাগ লাইক বিদেশী লোক দেয়। তার মানে আপনি অটোলাইক ইউজ করতেছেন।
আমি ঐ রকম লোক না। কে বা কারা আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসাতে চাচ্ছে।

আসল প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয় শুনেছেন বাংলাদেশ সরকার সাময়িক ভাবে ফেইসবুক বন্ধ করেছে। ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন?
এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই।

তারমানে এই ষড়যন্ত্রে আপনিও জড়িত। সরকারের সাথে আপনার আঁতাত আছে!
আঁতাত বাতাত কিছু নাই। আপনি খেয়াল করে একটা জিনিষ দেখবেন, সব দেশের লোকই একটা নির্দিষ্ট সময় ফেইসবুক ইউজ করে। কিন্ত চব্বিশটা ঘন্টা ইউজ করে আপনাদের দেশের পোলাপাইন। যার ফলে আপনাদের সেবায় যারা নিয়োজিত তাদের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। ফেইসবুক আপানাদের দেশে বন্ধ হওয়ায় তারা এখন ছুটিতে আছে।

কিন্তু এর পরও তো অনেকেই ফেইসবুক ইউজ করতেছে।
এরা চেইন ফেইসবুকার। তাদের কথা আলাদা। এদের বন্ধুক দিয়ে গুলি করলেও ফেইসবুক ইউজ করা বন্ধ করবে না। বরং উল্টো শ্লোগান দিবে, ফেইসবুক ছাড়ুম না, গুলি করো।

তার মানে বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কোন গুরুত্ব আপনার কাছে নেই?
কে বলছে নেই? অবশ্যি আছে। তাছাড়া বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কাছে আমি অনেক ঋণী!

ক্যামনে?
এই যেমন অন্যান্য দেশে ফেইসবুকে তরুণদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্দোগ নিই। তার জন্য অনেক টাকা ব্যায় করতে হয়। কিন্তু আপনাদের দেশে সেটা করতে হয়না। কারন, আমাদের হয়ে সেই কাজটা রাজনীতিবিদ থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পর্যায়ের সেলিব্রিটিরা করে ফেলেন। তারা একটা ইস্যু ক্রিয়েট করেন আর আপনারা সবাই দুই দলে ভাগ হয়ে ফেইসবুকে সেটা নিয়ে ত্যানা পেঁচান। যার ফলে আমাদের মার্কেটিং টা ফ্রি হয়ে যায়।

সেই মার্কেটিং এ বেঁচে যাওয়া অর্থ দিয়ে আপনি কি করেন? অটোলাইকার কিনেন?
যার জন্য করলাম চুরি, সে কয় চুর। আপনার কাছে আর সাক্ষাৎকার দিমুনা। 

সূত্র : কালের কন্ঠ
Read More

17 November 2015

ফেসবুকের ১৩ টি বিস্ময়কর তথ্য সম্পর্কে জেনে নিন!!!

  চাঁদপুর প্রতিদিন     17 November 2015     ফেসবুক      No comments   
 বন্ধুরা আপনারা সকলে অনায়াসে ফেসবুকের বিস্ময়কর তথ্য সম্পর্কে অবগত নন। তাই আজ আমি আপনাদের জন্য জন্য এই বিশাল তথ্যভান্ডার নিয়ে হাজির হলাম। তাহলে আপনারা সহজে ফেসবুকের বিস্ময়কর তথ্য সম্পর্কে জানুন।



সারা পৃথিবীতে ফেসবুকের আধিপত্য। টেকি প্রজন্মের তরুণরা ফেসবুক ছাড়া যেনো সুখীই নয়! শুধুই কি তরুণ? ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সীদের যোগাযোগের অন্যতম মাধ্যম এখন ফেসবুক। সারাদিন ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে সময় কাটান। কিন্তু আপনি কি জানেন ফেসবুকের হাঁড়ির খবর? খুব তো ফেসবুক ব্যবহার করছেন। তাহলে জেনে নিন ফেসবুকের ১৩ টি জানা অজানা তথ্য।
১. ফেসবুকের সবার আগে নাম ছিল 'facemash', তারপর নাম হয় Thefacebook. ২০০৫ সাল থেকে নাম হয় 'facebook'
২. গুগলে 'ইউআরএল' বা 'সার্চ অ্যাডড্রেসে' শুধু FB লিখে কন্ট্রোল এন্টার বটন দুটি টিপলেই ফেসবুকের হোম পেজ খুলে যায়।
 ৩. ফেসবুকে ১ বিলিয়ন বা ১০০ কোটি অ্যাকটিভ ইউজার আছে। যার মধ্যে অন্তত অর্ধেক ইউজার প্রতিদিন ফেসবুকে লগ ইন করেন। মানে দাঁড়াল বিশ্বের সাতজন লোকের মধ্যে একজন ফেসবুকে ব্যবহার করে। আমেরিকার ৯৫ শতাংশ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে।
৪. অস্ট্রেলিয়ায় এক মা তার মেয়ের নাম রাখেন লাইক। কারণ সেই শিশু গর্ভে থাকাকালীন মা ফেসবুকে 'like' করলেই কিক করত। এখানেই শেষ নয় ইজিপ্টে এক দম্পতি তাদের সদ্যোজাত কন্যা সন্তানের নাম রাখেন ফেসবুক। দেশে ফেসবুকে সরকারের নজরদারির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই কাজ করেন সেই দম্পতি।
৫. ফেসবুক সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ কিন্তু ফেসবুকের নিজস্ব অফিসিয়াল প্রোফাইল নয়। সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ হল facebook for every phone, তারপর facebook, তিন নম্বরে youtube এর অফিসিয়াল ফেসবুক পেজ।
৬. ফেসবুকের প্রথম ইউজার হলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে কোনও কারণে নিজের প্রোফাইল নামের বানান ভূল করেছিলেন জুকারবার্গ।
৭. একদম শুরুতে ফেসবুকে যে কেউ যে কারও অ্যাকাউন্ট ব্যবহার করতে পারত। মানে আপনি আপনার বন্ধু বা অচেনা কারও প্রোফাইলে পোস্ট বা স্টেটাস আপডেট করতে পারতেন।
৮. আধুনিক বিশ্বের অন্যতম সবচেয়ে বড় মানসিক রোগের নাম ফেসবুক অ্যাডিকশন ডিসঅর্ডার বা ফ্যাড (FAD)। এই রোগের উপসর্গ হল কারও ফোন না ধরা, কোথাও গিয়ে শুধু ফোন বা ট্যাবের দিকে চেয়ে থাকা। ক্ষুধামন্দা, অনিদ্রা, চাপা টেনশন সবই হয় এই FAD থেকে। বর্তমানে ৫০ লক্ষ মানুষ এই রোগের শিকার।
৯. আমেরিকায় বেশিরভাগ দম্পতি ডিভোর্সের কারণ হিসেবে একেবারে প্রথম দিকে লেখা হয় 'ফেসবুক'। এক রিসার্চ বলছে ফেসবুকের বন্ধুদের সময় দিতে গিয়ে সম্পর্ককে অবহেলা করা হচ্ছে বেশি। সেখানে আরও বলা হয়েছে নিজের স্বামী, স্ত্রী, বান্ধবীর থেকে প্রাক্তন বা পুরনো সম্পর্কের প্রোফাইল নিয়েই বেশি আগ্রহী থাকেন ব্যবহারকারীরা।
১০. প্রতি ৫ সেকেন্ডে ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়।
১১. গড়ে একজন ফেসবুক ইউজার প্রতিদিন এক ঘণ্টা করে সময় ফেসবুকের জন্য খরচ করেন।
১২. ফেসবুকে ১ কোটি অ্যাপস আছে। ২৫ কোটি ফেসবুক গেমস প্রতি মাসে খেলা হয়। ৫ কোটি ফেসবুক পেজ আছে। ১ ট্রিলিয়ন লাইক আছে।
১৩. একজন ফেসবুক ব্যবহারকারীর গড়ে ১৪০ জন 'friends' থাকে।
Read More
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • AdSense অনুমোদন না হওয়ার প্রধান ১০ টি কারন!
    Google Adsense সর্বপ্রথম ২০০৩ সালের জুন মাসে অফিসিয়ালভাবে চালু করার পর হতে প্রথম ৩-৪ বৎসর যদিও অনুমোদন করা খুব সহজ একটা ব্যাপার ছিল কিন্তু ...
  • ব্লগার দিয়ে আপনি কি নিউজ সাইট তৈরি করতে চান? তাহলে এই থীমটি আপনার জন্য।
    বন্ধুরা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হলো নিউজ সাইটগুলো। কিন্তু আপনি নিজেও চান যে আমার একটা নিউজ সাইট থাক। কারন সেই অনুপাতে আপনারা নিউজ সাইট...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (30)
  • July (30)
  • June (17)
  • May (3)
  • April (10)
  • March (14)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (9)
  • September (16)
  • August (11)
  • July (8)
  • June (33)
  • May (3)

বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপনের জন্য নির্ধারিত স্থান!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!
Copyright © MARISHA™ All Rights Reserved |