• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

MARISHA

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

30 January 2015

দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!

  চাঁদপুর প্রতিদিন     30 January 2015     ডাউনলোড , বিনোদন      No comments   
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু তা্রই ধারাবাহিকতা আজ আমি আবার নতুন করে দেবের যোদ্ধা ছবিটি শেয়ার করছি। আর এই জনপ্রিয় মুভির নাম আপনাদের সকলে জানা। কিন্তু আপনাদের কাছে HD কোয়ালিটি এই মুভিটি নাই। আর এই মুভিতে অভিনয় করেছেন- দেব, মিমি এবং পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। তো আর দেরি নয়। এখক্ষনি মুভিটি ডাউন লোড করে নিন।






নিচে থেকে ডাউনলোড করে নিন সাইজ দুই রকম আছে আপনার পছন্দ মত সাইজ এর ডাউনলোড করুন ।

স্কীনশর্ট






 
 
ডাউনলোড লিঙ্ক 
468 - MB File
http://www.arabloads.net/ld36wqv8y1h1
http://www.indishare.com/dltsfrd51qwp
837 - MB File
http://www.indishare.com/sdng92zv7iz0
http://www.arabloads.net/l4cd8es2kutq
তাহলে আজকের মত এই পর্যন্ত ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন ভাল থাকবেন সুস্থ থাকবেন ।


ট্যাগ : - দেব , মিমি , বাংলা মুভি যোদ্ধা , Yoddha ২০১৪ ফুল মুভি , HD বাংলা দেব মুভি ।
Read More

আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?

  চাঁদপুর প্রতিদিন     30 January 2015     ফেসবুক      No comments   
আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে পারছেন। আমি কি বলতে চেয়েছি। আমরা ইন্টানেটে সর্বদা কাজ করে থাকি তাদের সকলে একটি বা একের অধিক ফেসবুক একাউন্ট আছে। কিন্তু সমস্যা অসাধনতার কারনে সাদের ফেসবুক একাউন্টটি বিভিন্ন কারণে হ্যাক হয়ে যায়। তাই ভাবনার কারণ হতে পরিত্রাণ পাওয়ার জন্য এই নয়া কৌশল আপনাদের সাথে শেয়ার করা। তো আর কথা নয় একার মুল কথায় ফিরে আসি। তো দেখুন তাহলে>>



বন্ধুরা হ্যাকিং এখন কার্যরত জলভাত। প্রায় নিত্যদিনেই কোনও না কোনও সাইট বা স্যোসাল প্রোফাইল পেইজ হ্যাক হচ্ছে। আপনার প্রিয় আপনজনের কাজ থেকে প্রায় শোনা যায় যে তার প্রিয় ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে। তো এক সমীক্ষা দেখে গেছে প্রতি ৩ জন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে এক জনের ফেসবুক একাউন্ট হ্যাকিংয়ের শিকার। 

আর এর সংখ্যা ইউরোপে বেশি। তাই এই দিকে লক্ষ্য রেখে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক সিকিউরিটি অনায়াসে সিকিউরিটি পরিবর্তন করেছেন। এবার যদি কারো ফেসবুক হ্যাকিং এর আওতায় বা হ্যাকিংয়ের চেষ্টা করে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ হতে ব্যবহার কারীর নিকট একটি ম্যাসেজ পাবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। 

কিভাবে এই নয়া সুবিধা পেতে পারেন।



  • প্রথমে আপনারা এখানে প্রবেশ করুন।
  • তার পর আপনার ব্যবহারিত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। 
  • লগিন করা পরে কিছু সময় অপেক্ষা করুন। 
  • এবার পেজ ওপেন হওয়ার পরে সেন্টিং অপশনে ক্লিক করুন। 
  • তারপর সিকিউরিটি সেন্টিং অপশনে ক্লিক করুন। 
  • তারপর আপনারা অনেকগুলো অপশন দেথতে পাবেন।
  • সেখান থেকে আপনাকে লগিন এলার্ট অপশনে ক্লিক করুন।
  • লগিন থাকা অবস্থায় এডিট অপশনে ক্লিক করুন। 
  • এডিট অপশনে যাওয়ার পরে পেজ Notification অপশনটি সিলেক্ট করুন।

ব্যস এবার কাজ শেষ। যদি আপনার ফেসবুক একাউন্টটি কেউ লগিন করার চেষ্টা করে তাহলে সে বিফলে যাবে। আপনাদের সকলে সার্বিক মঙ্গল কামনা করে আজকের ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
Read More

28 January 2015

কিভাবে আপনার ব্লগার ব্লগের ব্লগপোষ্টের উপরে 2 Column বিজ্ঞাপন যুক্ত করবেন। [মেগা পোষ্ট]

  চাঁদপুর প্রতিদিন     28 January 2015     ওয়েডগেট , ব্লগার , ব্লগার টিপস      No comments   
বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা সকলে আল্লাহ রহমতে হিমশীতল শীতের দিনে প্রযুক্তিকে আকড়ে ধরে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের যাতে আরো ভাল থাকতে পারেন সেই দিক বিবেচনা করে আমার নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে ব্লগ সাইট তৈরি করা হয় তার থেকে কিছু পরিমান অর্থ আয় করার জন্য। কিন্তু আসলে আমরা সেই পরিমান অর্থ আয় করতে পারি না। কেননা আমরা আমাদের ব্লগ সাইটে নির্ধারিত স্থানে বিজ্ঞাপন বসাতে পারি না। তাই ব্লগ সাইট যারা ভিজিট করেন তারা বিজ্ঞাপন গুলো দেখতে পান না। তাই যাতে করে বিজ্ঞাপন গুলো ভিজিট দেখতে পান সেদিকে লক্ষ্য রেখে আমার আজকের পোষ্টটি। আসলে একটি কথা না বললে নয় গুগল বিজ্ঞাপন বসানো সঠিক স্থান বেচে নেওয়া। কোখন ব্লগ পোষ্টরে শেষে, পোষ্টের নিচে, পোষ্টের ডানে, পোষ্টের মাঝে এবং পোষ্টের উপরে বসানো যেতে পারে। 



এই টিউটোরিয়াল আমি আমরা বিজ্ঞাপন থেকে সর্বোচ্চ আয় জেনারেট করার জন্য ব্লগ পোস্ট উপরের বিজ্ঞাপন স্থাপন করতে পারেন। কিভাবে আপনি প্রদর্শন করবে. এই কৌতুক প্রয়োগের দ্বারা আপনি সক্ষম ব্লগ পোস্ট উপরের 2 কলাম বিজ্ঞাপন প্রদর্শন হবে এবং বিজ্ঞাপন সব পাতায় দৃশ্যমান হবে। ভাল ফলাফলের জন্য, যার আকার 300px প্রস্থ এবং 250px উচ্চতা বিজ্ঞাপন কোড নিতে পারেন। শুধু এডসেন্স বিজ্ঞাপন স্থাপন করতে পারেন কিন্তু বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন যে কোন ধরণের আপনি সেখানে স্থাপন করতে পারেন।


ব্লগ পোস্ট উপরের একটি উইজেট ধারক যোগ করার পদ্ধতি।

প্রথম আমরা ব্লগ পোস্ট উপরের একটি উইজেট ধারক তৈরি করা আছে। তাই কল্যাণকামী নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

ধাপ 1 আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান

ধাপ 2 ক্লিক করুন ক্লিক করুন -> টেমপ্লেট -> HTML সম্পাদনা করুন

ধাপ 3 এখন এইচটিএমএল এডিটর এর উপর থেকে বাটন উইজেট থেকে ঝাঁপ দাও এ ক্লিক করুন এবং Blog1 নির্বাচন করুন।



ধাপ 4 আপনি নচের কোডটুকু থুজেঁ বের করুন <b:section class='main' id='main' showaddelement='no'> এবং তারপর এই কোডটি স্থানে কোডটুকু কপি পেষ্ট করুন।
<b: widget id = 'Blog1' locked = 'true' title = 'Blog Posts' type = 'Blog'>



 ধাপ 5 এবার আপনি উপরের কোডটুকু হতে সামান্য কিছু অসংখ্য পরিবর্তন করে নিবেন। সেটা হলো <b:section class='main' id='main' showaddelement='no'> এর পরিবর্তে
<b:section class='main' id='main' showaddelement='yes'> ব্যবহার করবেন। 






ব্যস এবার কাজ শেষ। আপনার ব্লগের টেমপ্লেটটি সেভ করে বের আসুন। আপনাদের সকলে অসংখ্য ধন্যবাদ। 


ব্লগ পোস্ট উপরের 2 কলাম বিজ্ঞাপন কোড স্থাপন।


সফলভাবে উইজেট টি ব্যবহার করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করতে হবে। 

  • প্রথমে আপনার ব্লগে ড্যাশবোড হতে লেআউট নির্বাচন করুন। 
  • তার পর উইজেট হতে Add a gadget নিংক ক্লিক করে HTML/JavaScript  নির্বাচন করুন।





  • তারপরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন এবং নির্ধারিত স্থানে বিজ্ঞাপনের কোড ব্যবহার করলে আপনার ব্লগের হোম পেজে দেখা যাবে। 
<table border='0' cellpadding='0' cellspacing='0' color='#FFFFFF' width='610' style='margin: 5px 5px 0 0'>
<tr>
<td align='center' style='background-color: #F5F5F5; padding: 5px;' width='300'>
FIRST ADVERTISING CODE HERE
</td>
<td align='left' style='background-color: #F5F5F5; padding: 5px;' width='300'>
SECOND ADVERTISING CODE HERE
</td>
</tr>
</table>

কাষ্টমাইজ করবেন কিভাবে?

  • ১ম কোডটুকু আপনার বিজ্ঞাপনের দৈর্ঘ্য ৩০০পিক্সেল এবং প্রস্থ ২৫০ পিক্সেল ব্যবহার করবেন। 




পোষ্টটি যদি আপনাদের সামান্যতম কাজে আসে তাহলে মন্তব্য করে লেখক কে উৎসাহিত করতে ভূলবেন না। কেননা আপনার একটি মন্তব্য লেখক কে সুন্দর সুন্দর লেখা উপহার দিতে উৎসাহিত করে। ধন্যবাদ।


 

Read More

26 January 2015

ব্লগার ব্লগে কিভাবে HTML-CSS Code যুক্ত করবেন।

  চাঁদপুর প্রতিদিন     26 January 2015     টিপস এন্ড ট্রিকস , ব্লগার , ব্লগার টিপস      No comments   
আমার সালাম নিবেন। আশা করি প্রিয় ব্লগার বন্ধুগন এই হিমশীতল রাতে আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের কিভাবে HTML-CSS Code একত্রে ব্যবহার করে Quote  এর ডিজাইন পরির্বতন করা যায়। সেই বিষয় ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুগন আমরা কিভাবে সেই কাজটা করবো দেখুন তাহলে।







কিভাবে ব্লগার ব্লগে HTML-CSS Code যুক্ত করবেন।



  1. আপনার ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন
  2. তার পরে আপনার ব্লগার এডিট টেমপ্লেটটি নির্বাচন করুন।
  3. সর্বশেষ নিচের কোডটুকু খুজে বের করুন।
 ]]></b:skin>
  1. ঠিক তার উপরে নিচের কোডটুকু কপি পেষ্ট করুন।  
    .post blockquote {
    background: #D0DDFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZXN-K3cxSvhbahyHxSMlsPdzaxz9-AirFa6ylbrlJvoJ-wCsFxp80V8_8RhoLJ6yJ025ge49Ilb4fzZjyVKupX-xglRecFNgYm8OfxVHzub6hsCLQINIg1lJCRrQN2KUbiugk0i9Zrw/s1600/mybloggertoolslogoHTML.png);
    background-position:top left;
    background-repeat:repeat-y;
    margin: 0 20px;
    padding: 10px 20px 10px 45px;
    border-top: 5px solid #000000;
    border-right: 5px solid #000000;
    border-left: 5px solid #000000;
    border-bottom: 5px solid #000000;
    font-size: 0.9em;
    }
    .post blockquote p {
    margin: 0;
    padding: 0 0 15px;
    }
    .blockquote {
    font: 18px normal  sans-serif,Tahoma;
    padding-top: 10px;
    margin: 5px;
    text-indent: 65px;
    }
    .blockquote div {
    display: block;
    padding-bottom:10px;
    }
    .blockquote p {
    margin: 0;
    padding-top:10px;
    }


    1. ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্লগারের ড্যাসশবোর্ড হতে বের হয়ে আসুন। 

    আপনাকে এবার New Post  বাটনে ক্লিক করে হবে। দেখবেন ব্লগকিউটটি পরিবর্তন হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।

    কখন কারো ব্লগ থেকে অনুমতি ছাড়া কপি পেষ্ট করবেন না। কারণ অনেক সময় দেখা যায় আপনার কষ্টের ব্লগটি ব্যান্ড হয়ে গেছে। তাই ব্লগিং করা নিজের চেষ্টা করার জন্য অনুরোধ করা হলো।
    Read More

    21 January 2015

    বাংলা নববর্ষে আঁচলের নতুন গুণ্ডা দ্য টেরোরিস্ট (ছবি ও ভিডিও)

      চাঁদপুর প্রতিদিন     21 January 2015     বিনোদন      No comments   
    আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে বিনোদন বিষয় নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে হাসি ঠাট্টা সকলের ভাল লাগে। তাই আজ আমি আপনার এই সৃসংবাদ জানাচ্ছি। উঠতি বয়সের নায়িকা হিসাবে আঁচল অনেকটা সফল। তার পথম ছবি "কিস্তিমাত" ২য় ছবি "গুণ্ডা দ্য টেরোরিস্ট"। আমি আপনাদের সাথে "গুণ্ডা দ্য টেরোরিস্ট" নিয়ে আলোচনা করবো। তাহলে বিস্তারিত দেখুন>>>



    কিস্তিমাত ছবির ব্যাপক সাফল্যের পর বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা আঁচলের নতুন ছবি গুণ্ডা দ্য টেরোরিস্ট। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। 




    গত বছরের ১২ আগস্ট এর চিত্রধারণের কাজ শুরু হয়। ঢাকা ও কক্সবজারসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। চিত্রধারণের কাজ শেষে গত নভেম্বরেই `গুণ্ডা দ্য টেরোরিস্ট` সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে। প্রথম দফায় এ বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতার কথা চিন্তা করে আগামী ১০ এপ্রিল ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ছবিটি মুক্তি দিতে চলেছেন পরিচালক। 




    বৈশাখে বড়পর্দায় ফেরা প্রসঙ্গে আঁচল গণমাধ্যমকে বলেন, কিস্তিমাত ছবিটি নিয়ে দর্শকমহল থেকে দারুণ সাড়া পেয়েছি। আশাকরি, নতুন ছবিটিও প্রত্যাশিত সফলতা অর্জন করবে।

    বর্তমানে অাঁচলের হাতে ৮-১০টি ছবি রয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছে আবুল কালাম আজাদের হৃদয় দোলানো প্রেম, শামীম আহমেদ রনির মেন্টাল, শাহেদ চৌধুরীর আড়াল, ওয়াজেদ আলী সুমনের আজব প্রেম, মনতাজুর রহমান আকবরের বোঝে না সে বোঝে না, থ্রি লাভারস, মিস ইউ প্রভৃতি।









    আঁচল বলেন, মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোয় শতভাগ মনোযোগ দিয়ে অভিনয় করেছি। অভিনয়ের ক্ষেত্রে বিন্দুমাত্রও নিজেকে ছাড় দিইনি। আশাকরি ছবিগুলো দর্শকদের দৃষ্টি কাড়বে।

    রাজু আহমেদের `ভুল` ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন অাঁচল। তার দ্বিতীয় ছবি `বেইলি রোড` দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। পরে ২০১৩ সালে বাপ্পী চৌধুরীর বিপরীতে `জটিল প্রেম` ছবির মধ্যদিয়ে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। এরপর তার প্রেম প্রেম পাগলামি, কী প্রেম দেখাইলা, ফাঁদ, স্বপ্ন যে তুই শিরোনামের ছবিগুলো মুক্তি পায়। 


    Read More

    20 January 2015

    ফেসবুকের যেসব লিঙ্কে ক্লিক করবেন না!

      চাঁদপুর প্রতিদিন     20 January 2015     ফেসবুক      No comments   
    ফেসবুক প্রোফাইলের থিম পাল্টানোর রিকোয়েস্ট পেয়েছেন? খুশি হয়েছেন? এমনটি হলেই বিপদে পড়বেন। বরং এ থেকে সাবধান থাকুন। ফেসবুকে ‘কালার বা থিম চেঞ্জ’ বা রং পরিবর্তনের একটি ম্যালওয়্যার নতুন করে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে এই ভাইরাসটি আক্রমণ করেছে টাইমলাইনে।

    বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ফেসবুকে প্রোফাইলের রং পরিবর্তনের এই ম্যালওয়্যারটি আগেও ছিল। ফেসবুক কর্তৃপক্ষ এই ম্যালওয়্যারটি সরিয়ে ফেললেও আবারো তা ফিরে এসেছে।

    এই ম্যালওয়্যারটি একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুক ব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুব্ধ করে। এতে বলা হয়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন। এই অ্যাপটি ডাউনলোড করতেও বলা হয়। অ্যাপটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটি সাইটে প্রবেশ ঘটবে ব্যবহারকারীর প্রোফাইলে। এরপর থেকেই শুরু হবে বিপদ।

    রং পরিবর্তনের বিজ্ঞাপনে ক্লিক করা হলে ফেসবুকে লগ ইন তথ্য চুরি করে নেয় এই ম্যালওয়্যারটি। এছাড়াও ব্যবহারকারীদের রং পরিবর্তন করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও দেখতে বলা হয়।

    এমনকি ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের কাছেও এই ম্যালওয়্যারটি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিজ্ঞাপনে ক্লিক করার পর যদি ব্যবহারকারী ভিডিও না দেখেন, তখন ওই ম্যালওয়্যারপূর্ণ সাইটটি জোর করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বাধ্য করে। এছাড়াও কম্পিউটারে একটি পর্নোগ্রাফিক ভিডিও প্লেয়ার ডাউনলোড করানোর চেষ্টা করবে।

    নতুন এই ভাইরাসটি ছাড়াও ফেসবুকে বেশ কয়েকটি জনপ্রিয় স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডারের বিশেষজ্ঞরা। এর মধ্যে একটি হল প্রোফাইল দেখার পরিসংখ্যান।

    ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছেন, তা জানানোর জন্য একটি লিঙ্ক হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পারেন। কারা কতবার আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য জানানোর জন্য বিজ্ঞাপন আকারে যে প্রতিশ্রুতি দেয়া হয় তা সম্পূর্ণ ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো জিনিস অনুমোদন করে না। তাই এ ধরনের কোনো লিঙ্ক দেখলে ক্লিক করবেন না।

    এ রকমই আরেকটি স্প্যাম হলো কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নামে সেক্স টেপ। 'লিকড সেক্স টেপ' নামে ফেসবুকে অসংখ্য স্প্যাম রয়েছে। বিনামূল্যে ফেসবুকের টি-শার্ট বা অন্য কোনো উপহার সামগ্রী দেয়ার লোভ দেখিয়ে কাউকে কোনো লিঙ্ক ক্লিক করতে বলা হয়। তাতে ভুলেও ক্লিক করবেন না।

    সূত্র: বিডিলাইভ২৪.কম
    Read More

    জিমেইলের ১০টি পরীক্ষামূলক নতুন ফিচার!!!

      চাঁদপুর প্রতিদিন     20 January 2015     ইন্টারনেট , ওপেন সোর্স , খবর      1 comment   
    মেইল সার্ভিস প্রদানের ক্ষেত্রে জিমেইলের তুলনা নেই। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে জিমেইলের অ্যাকাউন্টইধারীর সংখ্যাই বেশি। তারপরও অনেকে জিমেইল নিয়ে সন্তুষ্ট নন। তারা জিমেইলে আরো বেশি ফিচার চান। জিমেইল ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার নিয়ে গবেষণা করছে। ‘জিমেইল ল্যাবে’ পরীক্ষাধীন আছে এমন দশটি ফিচার তুলে ধরা হলো।
    আনডু সেন্ড
    ধরুণ ঘণ্টা খানেক সময় নিয়ে আপনি একটি ড্রাফট তৈরি করলেন। যেই না সেন্ড অপশনে ক্লিক করলেন ঠিক তখনই মনে হল, ইস! কাজের কথাই তো লেখা হয়নি। কী করবেন তখন? বসে বসে মাথার চুল ছিঁড়বেন নিশ্চয়ই! কিন্তু না, এমনটা যাতে না হয় সেজন্য জিমেইল আনডু সেন্ড অপশন নিয়ে কাজ করছে। যেখানে কয়েক সেকেণ্ড সময় পাওয়া যাবে ভুল সংশোধন করার জন্য। অর্থাৎ আপনার পাঠানো মেইলটি বেখাপ্পা মনে হলেই আনডু ক্লিক করতে পারবেন। ব্যস, কেল্লাফতে। মেইলটি আর সেন্ড হবে না। এবার ধীরে সুস্থে ড্রাফটি ঠিকঠাক করে পাঠিয়ে দিতে পারবেন আপনার কাঙ্খিত ঠিকানায়।
    ডিফল্ট শর্টকাট
    কম্পিউটারে যারা কাজ করেন তারা শর্টকাটের সঙ্গে পরিচিত। হরহামেশাই মানুষ শর্টকাট ব্যবহার করে কাজটি দ্রুত করতে পারেন। জিমেইলেও আছে এমন অনেকগুলো শর্টকাট। এগুলো জিমেইলের ল্যাব থেকে নামিয়ে নিতে হয়। জিমেইলের অ্যাকাউন্ট সেটিং গিয়ে চাইলে যোগ করা যায় এসব শর্টকাট।
    এ রকম কয়েকটি গুরুত্বপূর্ণ কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে–
    মেসেজ পাঠাতে Ctrl + Enter
    নতুন উইন্ডো চালু করতে Ctrl +
    কাউকে মেইল কার্বন কপি (সিসি) পাঠাতে Ctrl + Shift + c
    কাউকে মেইল ব্লাইন্ড কার্বন কপি (বিসিসি) পাঠাতে Ctrl + Shift + b
    তবে মনে রাখবেন, কম্পোজে ক্লিক করার পরই কেবল উপরের শর্টকাটগুলো কাজ করবে
    অ্যাডভান্সড শর্টকাট
    ইমেইল ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে আছে অ্যাডভান্সড শর্টকাট মেনু। এটি চালু করতে জিমেইলের ডান পাশে সেটিংসে গিয়ে কিবোর্ড শর্টকাট সক্রিয় করতে হবে।
    কিবোর্ড শর্টকাট চালুর পর আপনি নিচের সেবাগুলো পাবেন–
    নতুন মেসেজ লিখতে কিবোর্ডে c বাটন চাপুন।
    নতুন ট্যাবে মেসেজ লিখতে কিবোর্ডে d বাটন চাপুন।
    জিমেইলের সার্চ বক্সে কোনো তথ্য খুঁজতে কিবোর্ডে / বাটন চাপুন।
    কোনো মেসেজের রিপ্লাই দিতে কিবোর্ডে r বাটন চাপুন।
    চ্যাটিংয়ের তথ্য মুছে ফেলতে কিবোর্ডে # বাটন চাপুন।
    প্রিভিউ এক্সটারনাল সার্ভিস ইন ম্যাসেজ
    আপনি যখন একটি ম্যাসেজ কাউকে মেইল করেন তখন ঠিক কোন লোকেশনে মেইলটি যাচ্ছে সেটা দেখার সুযোগ করে দিচ্ছে জিমেইল। আপনার পাঠানো অ্যাড্রেসটির লোকেশনটি গুগল ম্যাপের মাধ্যমে দেখে নেয়ার সুযোগ রয়েছে।
    অটো অ্যাডভান্স
    জিমেইল ব্যবহারকারীরা যখন ইনবক্স থেকে একটি ম্যাসেজ পড়েন তখন পূর্বের ম্যাসেজে ফিরে যাওয়ার জন্য ইনবক্সে ফেরত যেতে হয়, যা কিনা বিরক্তিকর। এমন সমস্যার সমস্যার সমাধান মিলবে ‘জিমেইল ল্যাবে’। অটো অ্যাডভান্স সেটিংসটি চালু করে নিয়ে আপনি চাইলে আর্কাইভ কিংবা ডিলিট করা ম্যাসেজ থেকে সোজা চলে যেতে পারেন আপনার ইনবক্সের কাঙ্খিত মেইলে।
    আনরিড ম্যাসেজ আইকন
    যাদের প্রতিদিন হাজার খানেক মেইল আসে তাদের সবগুলো মেইল একটি একটি করে চেখে দেখা কষ্টকর। আপনার অজান্তেই অনেক মেইল আনরিড রয়ে যায়। এসব আনরিড ম্যাসেজ দেখতে ‘আনরিড ম্যাসেজ আইকন’ সার্ভিস রয়েছে। এ সেবা পেতে হলে জিইমেইল ল্যাবে গিয়ে আপনার সেটিংস পরিবর্তন করে নিতে হবে।
    এক ব্রাউজারেই দুটি ভিন্ন ইমেইল
    আপনার জিমেইলে ফ্যানের সংখ্যা যদি বেশি হয়, বা দুটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন, তবে একই ব্রাউজারে আপনি দু্টি ইমেইল চালু করতে পারেন। একসঙ্গে দুটি জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় করতে জিমেলের উপরে ডান পাশে আপনার ইমেইল অ্যাড্রেসে ক্লিক করে Add account নির্বাচন করুন। এতে নতুন একটি ট্যাব ওপেন হবে। এবার এখানে আপনার অন্য জিমেইলে আইডি ও পাসওয়ার্ড বসিয়ে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট চালু করতে পারেন।
    সার্চ অ্যাপস
    আপনি যদি গুগল সাইট কিংবা গুগল ডকস ব্যবহার করেন তবে আপনি অ্যাপস সার্চ অপশন ব্যহার করতে পারবেন। যেটি পাওয়া যাবে জিমেইল ল্যাবে। এর মাধ্যমে আপনি কোন মেইল খুঁজতে চাইলে অ্যাপস আপনাকে সাহায্য করবে। এভাবে আপনি গুগলের যে কোন ডকুমেন্টে খুঁজতে পারবেন অনায়াসেই।
    ধীরগতির ইন্টারনেট
    ধীরগতির ইন্টারনেট সংযোগ হলে জিমেইল চালু হতে লম্বা সময় লাগতে পারে। এ সমস্যা সমাধানে আপনি যদি switch to a basic version নির্বাচন করেন তবে দ্রুত পেইজ আপলোড হবে। সার্চ বক্সে https://mail.google.com/mail/?ui=html লিখে সার্চ করলে বেসিক ভার্সনে জিমেইল দ্রুত চালু হবে।
    ব্যাকআপ মেসেজ
    জিমেইলে আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এ জন্য সেটিংস অপশন থেকে Forwarding and POP/IMAP নির্বাচন করুন। এরপর প্রয়োজনমতো আপনার মেইলগুলো ডাউনলোড করে রাখতে পারেন কম্পিউটারে।
    Read More

    19 January 2015

    ব্লগার ব্লগে কিভাবে অটো সিএসএস Read More বাটন যুক্ত করবেন। [ভিডিও টিউটোরিয়ালসহ]

      চাঁদপুর প্রতিদিন     19 January 2015     ব্লগার , ব্লগার টিপস      No comments   
    আমার সালাম নিবেন। আশা করি আপনারা এই হীম শীতল দিনের সকাল বেলায় সকলে আল্রাহ রহমতে ভাল আছেন। আর আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে ভাল আছি। আর আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল সহ এক চমৎকার একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আমরা বিভিন্ন সময় অন্য কোন ওয়েব সাইট ভিজিট করি তখন দেখতে পোষ্টের নিচে Read More লেখা থাকে। কিন্তু এই Read More লেখাটি পোষ্টটি বিস্তারিত পড়ার জন্য ব্যবহার করা হয়। কারণ হলো ধরুন আপনি একটি শট লেখা দেখতে পাচ্ছে কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছে না। সেটা দেখার জন্য Read More ক্লিক করলে আপনি পোষ্টটি বিস্তারিত দেখা যাবে। তো আর বেশি কথা নয় এবার মূল কথায় ফিসে আসি। বিস্তারিত দেখুন ধাপে ধাপে।





    Read more Demo


    উপরের যে ডেমো দিয়েছি সেখানে আমি সিএসএস ব্যবহার করিনি শুধু মাত্র Read more বাটন ব্যবহার করেছি । তাহলে আমি দেখেনিন কিভাবে আপনার টেম্পলেটে এই বাটন ব্যবহার করবেন ।




    প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন । এবার Edit HTML এ ক্লিক করুন তারপর কোড বক্সে মউন ক্লিক করে কীবোর্ড এর CTRL+F প্রেস করুন এবং নীচের ট্যাগটি খুজে বের করুন ।

    </head>

    উপরের ট্যাগ খুজে পেলে তার ঠিক উপরে নিচের কোড গুল কপি পেস্ট করে বসিয়ে দিন ।

    <script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;
    summary_noimg = 430;
    summary_img = 340;
    img_thumb_height = 100;
    img_thumb_width = 120;
    </script>
    <script type='text/javascript'>
    //<![CDATA[
    function removeHtmlTag(strx,chop){
    if(strx.indexOf("<")!=-1)
    {
    var s = strx.split("<");
    for(var i=0;i<s.length;i++){
    if(s[i].indexOf(">")!=-1){
    s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
    }
    }
    strx = s.join("");
    }
    chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
    while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
    strx = strx.substring(0,chop-1);
    return strx+'...';
    }
    function createSummaryAndThumb(pID){
    var div = document.getElementById(pID);
    var imgtag = "";
    var img = div.getElementsByTagName("img");
    var summ = summary_noimg;
    if(img.length>=1) {
    imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
    summ = summary_img;
    }
    var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
    div.innerHTML = summary;
    }
    //]]></script> 


    এবার একি ভাবে নিচের ট্যাগটি সার্চ করে খুজে বের করুন এর জন্য আপনার কীবোর্ড এর CTRL+F বাটন ব্যবহার করুন ।

    <data:post.body/>

     এখানে বলে রাখি উপরের ট্যাগটি আপনি অনেক বার খুজে পাবেন কিন্তু আপনি দ্বিতীয় বার যেটা পাবেন তার ঠিক উপরে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।

    <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
    <data:post.body/>
    <b:else/>
    <b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
    <data:post.body/>
    <b:else/>
    <div expr:id='&quot;summary&quot; + data:post.id'>
    <data:post.body/>
    </div>
    <script type='text/javascript'>
    createSummaryAndThumb(&quot;summary<data:post.id/>&quot;);
    </script>
    <span class='jump-link' style='font-weight:bold;padding:5px;float:right;text-align:right;'><a expr:href='data:post.url'>Continue Reading...</a></span>
    <div style='clear: both;'/>
    </b:if>
    </b:if>

     এবার সিএসএস স্টাইল যুক্ত করার পালা এর জন্য আপনি নিচের ট্যাগ খুজে বের করুন একি ভাবে CTRL+F প্রেস করে ।

    ]]></b:skin>

     উপরের ট্যাগের ঠিক উপরে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।


    .jump-link {
    display: block;
    font-size: 12px;
    font-weight: bold;
    text-align:right;
    }

    .jump-link  a {
            font-family: Arial, Helvetica, sans-serif;
    font-size: 12px;
    color: #ffffff;
    padding: 6px 15px;
    background: -moz-linear-gradient(
    top,
    #42aaff 0%,
    #003366);
    background: -webkit-gradient(
    linear, left top, left bottom,
    from(#42aaff),
    to(#003366));
    -moz-border-radius: 8px;
    -webkit-border-radius: 8px;
    border-radius: 8px;
    border: 1px solid #003366;
    -moz-box-shadow:
    0px 1px 3px rgba(000,000,000,0.5),
    inset 0px 0px 1px rgba(255,255,255,0.5);
    -webkit-box-shadow:
    0px 1px 3px rgba(000,000,000,0.5),
    inset 0px 0px 1px rgba(255,255,255,0.5);
    box-shadow:
    0px 1px 3px rgba(000,000,000,0.5),
    inset 0px 0px 1px rgba(255,255,255,0.5);
    text-shadow:
    0px -1px 0px rgba(000,000,000,0.7),
    0px 1px 0px rgba(255,255,255,0.3);
    }


    ব্যাস এবার আপনি Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ ভিজিট করুন দেখুন আপনি কাজটি করতে সফল হয়েছেন ।




    উপরের পোস্ট থেকে বুঝতে সমস্যা হলে নীচে ভিডিও টিয়টিরিয়াল দেখুন প্রথম টিউটিরিয়াল তাই অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আশাকরি তাতে আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না সাউন্ড একটু কম আছে পিসি থেকে একটু বাড়িয়ে নিন এবং ভিডিও টি দেখুন বিস্তারিত বুঝতে পারবেন ।




    Read More

    18 January 2015

    নিরাপত্তার অজুহাতে দায়ে বাংলাদেশ থেকে বন্ধ হলো জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো

      চাঁদপুর প্রতিদিন     18 January 2015     খবর      No comments   
    আমার সালাম নিবেন। আশা করি আপনার সকলে এই শীতের সকালে ভাল আছেন। আজ আমি আপনাদের একটা দুঃখের সংবাদ দিচ্ছি। সেটা হলো এতদিন অনেক আনন্দের সাথে জয়প্রিয় যোগাযোগ মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো ব্যবহার করেছেন। কিন্তু আজ থেকে আর কোন ভাবে আপনারা ভাইবার ও ট্যাঙ্গো ব্যবহার করতে পারবেন না। বিদায় দুঃখ্য করার কিছু নাই সরকারের নির্দেশ। তাই আর বিস্তারিত না লিখে এবার কাজের কথায় আসি। তাহলে দেখুন বিস্তারিত>>>



    বিস্তারিত দেখুন সরকারে নির্দেশনা


    বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে এই মর্মে একটি নির্দেশ জারি করা হয় মোবাইল ফোন অপারেটরদের ওপর।
    এতে রোববার মধ্যরাত থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভাইবার এবং ট্যাংগো বন্ধ রাখতে বলা হয়।
    গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিফোন রেগুলেটরি কমিশনের তরফ থেকে রাত সাড়ে বারোটায় তাদের কাছে একটি নির্দেশনা আসে। এতে নিরাপত্তার কারণ দেখিয়ে অবিলম্বে ভাইবার এবং ট্যাংগো বন্ধ রাখতে বলা হয়।
    গ্রামীন ফোন সকাল পৌণে নয়টা থেকে তাদের গ্রাহকদের এই সেবা বন্ধ করে দেয়। তারা জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রাহকরা ভাইবার এবং ট্যাংগো ব্যবহার করতে পারবেন না। এজন্যে গ্রামীণ ফোনের তরফ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
    উল্লেখ্য, ভাইবার এবং ট্যাংগো অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোন থেকে বিনামূল্যে দেশে-বিদেশ কল করা যায়। বাংলাদেশে বিরোধী দলগুলোর অনেক নেতা-কর্মী সরকারের নিরাপত্তা নজরদারি এড়াতে ভাইবার বা এ ধরণের সার্ভিস ব্যবহার করেন।
    বিরোধী দল বিএনপির একজন নেতা বিবিসিকে জানিয়েছেন, ভাইবার বন্ধ করে দেয়ার পর তারা নিজদলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন। কারণ তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই সার্ভিস ব্যবহার করতে পারছেন না।
    এ ব্যাপারে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।

    সুত্র: বিবিসি নিউজ
    Read More

    13 January 2015

    আপনার ব্লগার ব্লগে Alexa Rank ওয়েডগেট যুক্ত করুন খুবই সহজে???

      চাঁদপুর প্রতিদিন     13 January 2015     SEO      No comments   
    আমার সালাম নিবেন। আমি আশা করছি আপনারা সকলে ভাল আছেন। বন্দুরা আজ আমি আপনাদের সাথে Alexa Rank নিয়ে আলোচনা করবো। কেননা প্রিয় ওয়েব সাইটকে টপ লেবেলে দেখান প্রত্যাশা আমাদের সকলে আছেন। তাই SEO  করাটা অন্যান্ত জরুরী। Alexa Rank  ওয়েব পেচকে SEO করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বিষয়ে আর বিস্তারিত না লিখে মুল কাজের কথা ফিরে আসি। তাহলে দেখুন>>>







    কিভা্বে আপনার ব্লগার ব্লগে Alexa Rank Widget যুক্ত করবেন।


    • প্রথমে আপনার ব্লগার ব্লগের ড্যাশবোর্ড প্রবেশ করবেন। 
    • ড্যাশবোর্ড হতে ড্রাপ ডাউন মেনু হতে লেআউট নির্বাচন করুন। 
    • তার এ্যাড এ ওয়েডগেট নির্বাচন করুন। 
    • তার পর Add HTML/Javascript করুন।
    • তার কন্টেন ঘরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন। 
    <a href="http://www.alexa.com/siteinfo/yoursite.com"><script type="text/javascript" src="http://xslt.alexa.com/site_stats/js/s/a?url=Bloggungjogot.com"></script></a>
    • এখানে আপনার ব্লগের URL টি বসালে এনাফ। লাল কালার করা স্থানে আপনার ব্লগের লিংকটা বসাবেন।
    • সেভ করে বের হয়ে আসুন।

    ব্যস আপনার কাজ শেষ । এবার আপনার ব্লগে হতে ঘুরে আসুন। দেখবেন ১০০% কাজ হয়েছে। আপনাদের সকলে সার্বিক সঙ্গল কামনা করে আজকের বিদায়।আল্লাহ হাফেজ


    Read More

    08 January 2015

    সেরা ১০ কিওয়ার্ড Rank Checker টুলস [নতুনদের জন্য]

      চাঁদপুর প্রতিদিন     08 January 2015     এসইও , টিপস এন্ড ট্রিকস , ব্লগার      No comments   
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমি আপনাদের ভাল থাকাকে কেন্দ্র করে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আমরা যারা ওয়েব সাইট নিয়ে কাজ করে থাকে তাদের জন্য বেশ উপকারে আসবে বলে আমার ধারনা। কেননা ওয়েব পেজকে গুগলে টপে আনতে হতে কিওয়ার্ড র‌্যাক্স চেকার টুলস অনেকটা যুগান্ত কারী ভূমিকা পালন করে। তাই আর লেখাকে বিস্তারিত না করে মুল কাজের কথা ফিরে আসি। তাহলে সেরা ১০ কিওয়ার্ড র‌্যাক্স চেকার টুলস সম্পর্কে জানুন। 






    Top 10 Keyword Rank Checker Tools

    1. CuteRank
    2. Rank Checker
    3. Keyword Position Tool
    4. Moz Rank Traker
    5. AuthorityLabs
    6. Raven
    7. Web CEO
    8. Google Keyword Position Checker
    9. Small SEO Keyword Position Tool
    10. SEOCentro Keyword Rank Checker

    তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের জন্য আমি আগামীতে আরো নতুন কিছু শেয়ার করার জন্য হাজির হবো ততক্ষন পর্যন্ত আপনারা আমদের সাথে থাকুন। ধন্যবাদ।


    Socialied
    Read More

    সেরা ১০ টি কিওয়ার্ড রিচার্জ এবং এনালাইসেন্স টুলস!!!

      চাঁদপুর প্রতিদিন     08 January 2015     এসইও , টিপস এন্ড ট্রিকস , ব্লগার      No comments   
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল আছেন। আর আমি আপনাদের সকলের সুস্থ্যতা কামনা করে আমার নতুন পোষ্টটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার পোষ্ট শিরোনাম দেখে এতক্ষনে বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আর আমি আপনাদের সাথে সেরা ১০টি কিওয়ার্ড রিচার্জ এবং এনালাইসেন্স টুলস সম্পর্কে সামান্যতম ধারনা দেওয়ার চেষ্টা করবো। তাহলে আর দেরি না করে কাজের কথা ফিরে আসি। দেখুন তাহলে সেরা ১০টি কিওয়ার্ড টুলস । আর এই ব্যবহারের মাধ্যমে আপনার প্রিয় ওয়েব সাইটকে এসইও করার জন্য চমৎকার একটি মাধ্যমে এর সাথে পরিচয় লাভ করবেন। 




    কিওয়ার্ড রিচার্জ এবং এনালাইসেন্স টুলস সমূহ।
    1. Google AdWords Keyword Planner
    2. WordStream Keyword Tool
    3. Wordtracker
    4. SEO Book Keyword Tool
    5. Ubersuggest
    6. Keyword Eye
    7. KeywordSpy
    8. SEMrush
    9. Keyword Discovery
    10. Advanced Web Ranking


    তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামীতে আরো সুন্দর কিছু নিয়ে আপনাদের সাখে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আর যদি পোষ্ট আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে মন্তব্য করতে কেউ ভুলবেন না। কারণ আপনার একটি মন্তব্য লেখকে নতুন কিছুর লেখার অনুপ্রেরনা দেয়। যাতে করে আপনাদের সাথে আরো নতুন কিছু শেয়ার করতে পারে। ধন্যবাদ।
    Socialied
    Read More

    06 January 2015

    ৩০ বছর বয়স হবার আগেই ধনী হতে চাইলে যা করতে হবে

      চাঁদপুর প্রতিদিন     06 January 2015     অনলাইন আয় , আউটসোসিং , খবর      No comments   
    আমাদের দেশে একটি ভালো চাকরী খুঁজে পেতেই ৩০ বছর বয়স পার হয়ে যায়। সেখানে ৩০ বছর বয়সের মধ্যে ধনী হয়ে যাওয়া একটু অসাধ্য সাধনই বটে। অনেকের মতে বাবা/মামা/চাচার জোর না থাকলে একটি অসম্ভব একটি কাজ। কিন্তু আসলেই কিন্তু তা নয়। আমাদের অনেকের সমস্যা আমরা একসাথে একের অধিক দিকে ভাবতে পারি না। এবং আমাদের মনের ভেতর কোনো কিছু একবার ঢুকে গেলে তার পেছনে ছুটে সময় পার করে দিই। এই কাজটি করা উচিত নয়। সব দিক বুঝে, নিজের জন্য ভালো বেশ কয়েকটি পথ খুলে নিলেই কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যায় খুব সহজে।
    ১) একদিক লক্ষ্য করে ছুটে চলবেন না অনেকেই  রয়েছেন যারা সরকারী চাকুরীর পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলেন। এই কাজটি করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরীতে ঢুকে নিয়ে তবে সরকারী বা তার চাইতে বড় কোনো স্থানের চাকরী খোঁজার চেষ্টা চালিয়ে যান।
    ২) অর্থ উপার্জনের উপায় খুঁজুন শুধুমাত্র  একটি চাকুরীর আশায় বসে থেকে ভাববেন না আপনি ধনী হয়ে যাবেন। চাকরির পাশাপাশি অন্য কিছু করুন। ছোটোখাটো কোনো ব্যবসা খোলার চেষ্টা করুন। নিজের উপার্জনের মাধ্যম বাড়িয়ে নিন ২৫ বছরের পর থেকেই।
    ৩) প্রতিটি অর্থের হিসেব রাখুনকোথায়,  কখন, কি কারণে কতোটা অর্থ ব্যয় করছেন তার প্রত্যেকটির হিসাব রাখুন।
    বেহিসেবি অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। হয়তো মানুসগ আপনাকে কিপটে  বলতে পারেন। কিন্তু তারপরও নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একটু টিটকারি হজম  করে নিন।
    ৪) ধার বা লোণ না করার চেষ্টা করুন যদি প্রতি মাসেই আপনার ধার বা লোণ করে মাস পার করতে হয় তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না। মাস শেষে যদি কষ্টও হয় তাহলে একেবারে বিপদে না পড়লে  ধার বা লোণ করার অভ্যাস গড়ে তুলবেন না। কারণ এটি এক ধরণের পিছুটানের মতোই কাজ করে।
    ৫) বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করুনকোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লভ্যাংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে সে ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন। এবং এমন স্থানে করুন যাতে আপনাকে লসের মুখে পরতে না হয়।
    ৬) একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি লক্ষ্য পূরণের চেষ্টা করুন ২৫/৩০/৩৫/৪০  বছর এভাবে করে একটি একটি করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন। যেমন ২৫ বছর বয়সে এতো বেতনের চাকুরী এবং সেখান থেকে এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য, ৩০ বছর বয়সে এতো বেতনের চাকুরী বা ব্যবসা শুরু এবং এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য এভাবে প্ল্যান করে তা পূরণের চেষ্টা চালিয়ে যান।
    ৭) সঞ্চয় করুন যতোটা সম্ভব প্রতি  মাসে যতোটা সম্ভব সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। আপনার যদি একটু হিসেব করে ব্যয় করে সঞ্চয়ের অভ্যাস থাকে তাহলে সেই সঞ্চয় ইনভেস্ট করে নিজেকে ধনী করার  লক্ষ্য পূরণ করতে পারবেন।
    ৮) অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস কেনার পেছনে অর্থ ব্যয় বন্ধ করুন অতিরিক্ত  এবং অযথা জিনিস কেনার অভ্যাস দূর করে ফেলুন একেবারেই। অনেকেরই দামী মোবাইল বা অন্যান্য অনেক কিছুর শখ থাকে। কিন্তু সেটা পড়ে করলেও চলবে। এখন একটু কষ্ট করে এই অযথা জিনিসগুলো ত্যাগ করে দিলে তা আপনার ভবিষ্যতটাকেই উন্নত
    করবে। 
    Read More

    04 January 2015

    কিভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করবেন?

      চাঁদপুর প্রতিদিন     04 January 2015     ওয়ার্ডপ্রেস , ওয়েব ডিজাইন , টিপস এন্ড ট্রিকস      No comments   
    ওয়ার্ডপ্রেস নিয়ে যারা ডেভেলপমেন্ট শুরু করছে তারা প্রথম প্রথম খুবই আপসেট থাকে কিভাবে কি করবে। ওয়ার্ডপ্রেসের বিশাল ডকুমেন্টেশেন এবং স্কোপের কারনে সঠিক ভাবে একটা ওয়ার্কফ্লো ফলো করা কঠিন হয়ে যায় তাদের জন্য। এ বিষয়ে আমার সাজেশন হল একদম প্রাইমারী বিষয় থেকে শুরু করা। প্রথমেই প্লাগইন ডেভেলপমেন্টের দিকে না গিয়ে বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে থিম কাস্টোমাইজেশনের মত কাজ না নিয়ে বেসিক জিনিস গুলো ঝালাই করে নেয়া উচিত, যেমন


    ০. ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল নিয়ে কিছু সময় কাটানো উচিত। কোনটা কোথায় আছে, কিভাবে ট্যাগ বা ক্যাটেগরী (সংক্ষেপে ট্যাক্সোনমি) যোগ করা যায় বা নতুন ইউজার তৈরী করা যায়, তাদের পারমিশন দেয়া যায়, কিভাবে মিডিয়া এলিমেন্ট আপলোড করা যায় এবং পোস্টে সেগুলো অ্যাটাচ করা যায় সেগুলো জানা দরকার। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেনটের আগে এটা অবশ্যকরণীয় – কারন আমরা যদি নাই জানি যে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে কি কি দেয়া আছে, তাহলে কাজ করার সময় অযথা অনেক সময় নষ্ট হবে ওয়ার্কফ্লো বুঝতে বুঝতেই।
    ১. এরপর একটা সাধারণ থিম তৈরী করা উচিত একদম নিজে থেকে, ফ্রম স্ক্র‍্য্যাচ যাকে বলে। তাহলে ওয়ার্ডপ্রেসের কয়েকটা প্রয়োজনীয় জিনিস যেমন হুক (বিশেষ ভাবে অ্যাকশন হুক) , স্টাইলশিট এবং জাভাস্ক্রিপ্ট ফাইল এনকিউ করা এবং ওয়ার্ডপ্রেসের “লুপ” নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
    ২. এবার টেমপ্লেট ট্যাগ গুলো নিয়ে পড়াশোনা করা দরকার। কিভাবে একটা পোস্টের প্রয়োজনীয় এলিমেন্ট গুলোকে থিমের যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা প্রদর্শন করা যায়। এটা করার সময় ফিল্টার হুক সম্পর্কে প্রয়োজনীয় আইডিয়া পাওয়া যাবে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে হুক সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা অতি প্রয়োজনীয়। টেমপ্লেট ট্যাগগুলোর সাথে ফিল্টার হুক নিয়ে এক্সপেরিমেন্ট করা প্রয়োজন। এই সময় মিডিয়া এলিমেন্ট সঠিক ভাবে দেখানোর ব্যাপারে, রিসাইজিং, থাম্বনেইল ইত্যাদি নিয়ে পড়াশোনা করা দরকার। 
    ৩. ওয়ার্ডপ্রেসের পেজ টেমপ্লেট একটি অত্যন্ত শক্তিশালী ফিচার। এর যথার্থ ব্যবহার ডেভেলপমেন্ট টাইম কে কমিয়ে দিতে পারে অনেকাংশেই। সেজন্য পেজ টেমপ্লেট কি এবং কিভাবে কাজ করে, কিভাবে পেজ টেমপ্লেট গুলো একই পেজকে বিভিন্ন রকম লুক-এন-ফিল দিতে সক্ষম সেটা বুঝতে হবে। এসময় আরেকটা জিনিস বোঝা দরকার – সেটা হল ওয়ার্ডপ্রেস পেজ এবং পোস্টের মাঝে পার্থক্য, এবং কিভাবে তারা একে অন্যের সাথে রিলেটেড সেটাও।
    ৪. এরপর প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা দরকার। শুরু করা উচিত শর্টকোড দিয়ে কারন সেটা এক্সাইটিং, সহজ এবং মজার। শর্টকোড নিয়ে পড়াশোনা করার সময় কিভাবে আর্গুমেন্ট নিয়ে কাজ করা লাগে সেটা অবশ্যই জানা দরকার। নেস্টেড শর্টকোড থাকতে পারে, শর্টকোডের মাঝে কন্টেন্ট থাকতে পারে – সেগুলো কিভাবে প্রসেস করতে হয় তা জানতে হবে।
    ৫. প্লাগইন ডেভেলপমেন্টের অ্যাডভান্স পর্যায়ে নিজে নিজে কিছু প্লাগইন তৈরী করা দরকার। বিশেষ করে ফাইল আপলোড/স্টোরেজ (মিডিয়া গ্যালারী), প্লাগইনের মাঝে স্ক্রিপ্ট এবং স্টাইলশিট এনকিউ করা, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভিজ্যুয়াল এডিটরে নতুন বাটন লাগানো, সেগুলোর কলব্যাক প্রসেস করা এবং ইউজারের রোল ও পারমিশন নিয়ে বিস্তারিত পড়াশোনা করা দরকার।
    ৬. সবশেষে, এতক্ষন আমরা যা শিখলাম তা হল “ফাউন্ডেশন” সেটা বুঝতে পারা। আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন সবসময় মনে রাখা উচিত যে “ডোন্ট রি ইনভেন্ট দ্য হুইল”, সুতরাং কাজের সময় প্রয়োজন অনুযায়ী আমরা ওয়ার্ডপ্রেসের বিশাআআআল রিপোজিটরীতে থার্ড পার্টি ডেভেলপারদের তৈরী করে রাখা প্লাগইন গুলো ব্যবহার করার চেষ্টা করব। লাগলে সেগুলো কাস্টোমাইজ করে নিব, তাতে না হলে নিজে ডেভেলপ করব। কিন্তু সবার আগে চেষ্টা করব যেসব জিনিশ অলরেডী অ্যাভাইলেবল আছে সেগুলো নিয়ে কাজ করার। তাতে সময় ও পরিশ্রম দুই বাঁচবে অনেকাংশে, টেনশনও কমবে। এছাড়া থিম তৈরী শুরু করার সময় একটা বয়লারপ্লেট থিম ব্যবহার করলে প্রাথমিক অনেক মাথাব্যাথা থেকে রেহাই পাওয়া যায় – এই ব্যাপারে আমার পছন্দ আন্ডারস্কোর বয়লারপ্লেট থিম।
    ৭. নিয়মিত ওয়ার্ডপ্রেস নিয়ে পড়াশোনা করা লাগবে। ডাব্লিউ পি টিউটস (নেটটিউটস), ওয়ার্ডপ্রেস বিগিনার, ডিগিং ইনটু ওয়ার্ডপ্রেস ইত্যাদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং তাদের আপডেটগুলো ফলো করা দরকার। বিভিন্ন সময় অন্যদের তৈরী করা প্লাগইন নামিয়ে সেগুলোর কোড দেখা উচিত যাতে নিজের জ্ঞান সমৃদ্ধ হয়, প্রয়োজনের সময় যাতে সেটার প্রয়োগ করা যায়।
    পরিশেষে মনে রাখা উচিত সেই ছোটবেলায় শেখা “পূঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন”। আপনার শিক্ষার ব্যবহারিক প্রয়োগ ঘটান, একজন সফল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে তৈরী করে ফেলুন
    আপনার জন্য শুভকামনা রইল

    সুত্র :  ওয়ার্ডপ্রেস কুকবুক
    Read More

    01 January 2015

    আপনার ব্লগার ব্লগে একটি উড়ন্ত টুইটার বার্ড যোগ করুন!!!

      চাঁদপুর প্রতিদিন     01 January 2015     টুইটার , ব্লগার , সোস্যাল মিডিয়া      No comments   
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করছি নতুন বছরের এটা আমার সম্পূর্ন নতুন আঙ্কিকের নতুন ধরনের লেখা। এই্ পোষ্টটা আপনাদের কাজে লাগবে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিন টা আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না তবুও এই সুন্দর পৃথিবীতে আমার মনের একটা বিশ্বাস আপনাদের সকলের ভাল লেগেছে। আর আপনাদের সকলে ভাল লাগাকে কেন্দ্র করে এবং আর প্রযুক্তি ভাল বেসে হাতে সময় না থাকলে তারপরও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হই। এদিকে একটা বিষয় না বলনে নয় সেটা হলো আমদের প্রিয় ব্লগে নতুন কিছু যোগ করা। তারই নমুনা হিসাবে আমাদের প্রিয় ব্লগে একটা উড়ন্ত টুইটার বার্ড যোগ করবো। তো আজকের পোস্টটি দেখুন ধাপে ধাপে কেমন>>>>


    আপনার ব্লগার ব্লগে কিভাবে যুক্ত করবেন।


    • প্রথমে আপনার ব্লগার ব্লগে ড্যাশবোর্ড প্রবেশ করুন।
    • তার পর আপনারা ডিজাইন লেআউট নিবার্চন করুন। 
    • আপনার টেমপ্লেট টি আগে ব্যাপআপ রাখুন।
    • এবার আপনার ব্লগার  ড্যাশবোর্ড >> ডিজাইন>> HTML Edit নির্বাচন করুন। 
    • Ctrl+F সার্চ করুন </body>
    • নিচের কোডটুকু হুবাহু কপি পেষ্ট করুন।


    <script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging.org-tripleflap.js' type='text/javascript'>
    </script>
    <script type='text/javascript'>
    var twitterAccount = &quot;BloggingJagat&quot;;
    var tweetThisText = &quot; <data:blog.pageTitle/> : <data:blog.url/> &quot;;
    tripleflapInit();
    </script>

    • শুধুমাত্র BloggingJagat লিখাটি পরিবর্তন করে আপনার টুইটার একাউন্ট এর ইউজার নেম টি ব্যবহার করুন। 
    • টেমপ্লেটটি সেভ করুন। ব্যাস এবার আপনার কাজ শেষ। আপনার ব্লগ সাইটটি প্রিভিউ করে দেখুন কাজ হয়েছে।

      সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকেরমত পোষ্ট করা হতে বিদায় নিলাম। আপনারা সকলে ভাল থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।
      Read More
      Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

      সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

      • Popular
      • Comments
      • Archive

      Popular Posts

      • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
        বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
      • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
        আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
      • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
        ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
      • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
        বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
      • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
        পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
      • AdSense অনুমোদন না হওয়ার প্রধান ১০ টি কারন!
        Google Adsense সর্বপ্রথম ২০০৩ সালের জুন মাসে অফিসিয়ালভাবে চালু করার পর হতে প্রথম ৩-৪ বৎসর যদিও অনুমোদন করা খুব সহজ একটা ব্যাপার ছিল কিন্তু ...
      • ব্লগার দিয়ে আপনি কি নিউজ সাইট তৈরি করতে চান? তাহলে এই থীমটি আপনার জন্য।
        বন্ধুরা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হলো নিউজ সাইটগুলো। কিন্তু আপনি নিজেও চান যে আমার একটা নিউজ সাইট থাক। কারন সেই অনুপাতে আপনারা নিউজ সাইট...

      Comments

      Coming Soon.....

      Blog Archive

      • January (1)
      • March (9)
      • February (1)
      • January (1)
      • December (3)
      • November (2)
      • October (5)
      • September (6)
      • August (30)
      • July (30)
      • June (17)
      • May (3)
      • April (10)
      • March (14)
      • February (18)
      • January (15)
      • December (2)
      • November (1)
      • October (9)
      • September (16)
      • August (11)
      • July (8)
      • June (33)
      • May (3)

      বিজ্ঞাপন দিন

      বিজ্ঞাপনের জন্য নির্ধারিত স্থান!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

      আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!
      Copyright © MARISHA™ All Rights Reserved |