06 June 2015

ছবি থেকে লেখা আলাদা করুন খুবই সহজে [নতুনদের জন্য]

বন্ধুরা আমার সালাম নিবেন। আমি আশা করি এই খরা দুপুরে গরমের তাপদাহে আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের সকলের দোয়া ও ভালবাসা নিয়ে মোটামুটি ভাল আছি। বন্ধুরা আমরা তো কাজ করার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ছবির উপবের লেখা লক্ষ্য করতে পারি। কিন্তু আসলে সে লেখা কিভাবে আলাদা করবো জানতাম না। আজ আমি আপনাদের সেই বিষয়টি উপর পরিষ্কার ধারনা দিব। তো কোন ওয়েব সাইট বা সফটওয়ারের সাহায্য ছাড়াই ছবি থেকে লেখাকে আলাদা করবো। তো আর কথা না বাড়িয়ে মুল কথায় ফিরে আসি। চলুন কাজ শুরু করা যাক। 




কিভাবে ছবি থেকে লেখাকে আলাদা করবেন দেখে নিন?

বন্ধুরা আশা করি আপনারা যারা এই কাজটি করবেন তাদের পিসিতে মাইক্রোসফট অফিস সেভেন সেটাপ দেওয়া আছে। আর যদি মাইক্রোসফট অফিস সেভেন না দেওয়া থাকে তাহলে পিসিতে সেটাপ করে নিন। তানাহলে কাজ করতে সমস্যা হবে। তাই আপনারা কাজ মাইক্রোসফট সেভেন দিয়ে শুরু করবো। তাহলে চলুন?

  • প্রথমে আমরা মাইক্রোসফট সেভেন ওপেন করবো। 
  • তারপর ফাইল মেনু হতে নিউ নোটবুক নিন। 
  • এবং নাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। 
  • এবার ব্যবহার কারীর নাম চাইবে = কিন্তু ব্যবহারকারী নাম ঠিক রেখে পরবর্তী ধাপে অগ্রসর হবেন।
ব্যসএবার কাজ শেষ। পোষ্টটি আপনাদের ভাল লাগলে বন্ধুরে সাথে শেয়ার করতে পারবেন। আর এই লেখা তখনই স্বার্থক হবে। আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment