11 June 2015

ব্লগার দিয়ে আপনি কি নিউজ সাইট তৈরি করতে চান? তাহলে এই থীমটি আপনার জন্য।

বন্ধুরা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হলো নিউজ সাইটগুলো। কিন্তু আপনি নিজেও চান যে আমার একটা নিউজ সাইট থাক। কারন সেই অনুপাতে আপনারা নিউজ সাইটের জন্য মান সম্মত থীম খুজে পাচ্ছে না। তাই আমি আপনাদের জন্য একটি সুন্দর একটি নিউজ থীম শেয়ার করলাম। তবে আপনার যারা পেইড থীম ব্যবহার করতে সমর্থ নয় তাদের জন্য আমার এই ছোট উপহার। তো আর কথা না বাড়িয়ে এবার মুল কাজের কথায় ফিরে আসি। থীমটি দেখতে অসাধারন। দেখুন তাহলে। 




লাইভ ডেমো দেখতে ক্লিক করুন। লাইভ ডেমো

বন্ধুরা আপনারা উপর থেকে দেখে নিতে পারেন এই ব্লগার থীমে কি কি থাকছে। এই থীমে অনেক সুন্দর সুন্দর ফিউচার সম্বলিত একটি থীম যা আপনারা দেখে অবাক হবে।

কি কি থাকছে এই ব্লগার থীমের  মধ্যে দেখে নেওয়া যাক। 

নিচে থীম সম্পর্কে বিস্তারিত বিবরন দেওয়া হয়েছে। আমি আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যার হবে না।




ফিচারহ্যাঁ অথবা না
১০০% রেস্পন্সিভ ডিজাইনহ্যাঁ পরীক্ষা করুন
ইচ্ছে মত কালার পরিবর্তনের সুবিদাহ্যাঁ
SEO ফ্রেন্ডলিহ্যাঁ
দ্রুত লোড হ্যাঁ পরীক্ষা করুন
সুন্দর একটি Read more বাটনহ্যাঁ
অসাধারন হেডলাইন ওয়েডগেটহ্যাঁ
সুন্দর একটি RANDOM POSTS ওয়েডগেটহ্যাঁ
অসধারন সিএসএস মেনু বারহ্যাঁ
সুন্দর একটি সার্চ বক্স হ্যাঁ
সোশ্যাল শেয়ার বাটনহ্যাঁ
প্রতিটি পোস্টের নিচে লেখক বক্সহ্যাঁ
রিলেটেড পোস্ট সঙ্গে ফটোহ্যাঁ
Font Awesome 4.3.0 লেটেস্ট ভার্সনYes
Ads Banner রেডিYes
অসাধারন একটি উপরে ফিরুন বাটনYes





উপরের ফিচার ছাড়াও একাধিক ফিচার আছে যেগুল আপনি ডেমো দেখলেন বুঝবেন এবং ব্যবহার করলে বুঝবেন । তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই নিচে থেকে থিমটি ডাউনলোড করে নিন ।








 
 
 
 

তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামীতে আরো সুন্দর কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।



NR Hosting



No comments:

Post a Comment