26 January 2015

ব্লগার ব্লগে কিভাবে HTML-CSS Code যুক্ত করবেন।

আমার সালাম নিবেন। আশা করি প্রিয় ব্লগার বন্ধুগন এই হিমশীতল রাতে আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের কিভাবে HTML-CSS Code একত্রে ব্যবহার করে Quote  এর ডিজাইন পরির্বতন করা যায়। সেই বিষয় ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুগন আমরা কিভাবে সেই কাজটা করবো দেখুন তাহলে।







কিভাবে ব্লগার ব্লগে HTML-CSS Code যুক্ত করবেন।



  1. আপনার ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন
  2. তার পরে আপনার ব্লগার এডিট টেমপ্লেটটি নির্বাচন করুন।
  3. সর্বশেষ নিচের কোডটুকু খুজে বের করুন।
 ]]></b:skin>
  1. ঠিক তার উপরে নিচের কোডটুকু কপি পেষ্ট করুন।  
    .post blockquote {
    background: #D0DDFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZXN-K3cxSvhbahyHxSMlsPdzaxz9-AirFa6ylbrlJvoJ-wCsFxp80V8_8RhoLJ6yJ025ge49Ilb4fzZjyVKupX-xglRecFNgYm8OfxVHzub6hsCLQINIg1lJCRrQN2KUbiugk0i9Zrw/s1600/mybloggertoolslogoHTML.png);
    background-position:top left;
    background-repeat:repeat-y;
    margin: 0 20px;
    padding: 10px 20px 10px 45px;
    border-top: 5px solid #000000;
    border-right: 5px solid #000000;
    border-left: 5px solid #000000;
    border-bottom: 5px solid #000000;
    font-size: 0.9em;
    }
    .post blockquote p {
    margin: 0;
    padding: 0 0 15px;
    }
    .blockquote {
    font: 18px normal  sans-serif,Tahoma;
    padding-top: 10px;
    margin: 5px;
    text-indent: 65px;
    }
    .blockquote div {
    display: block;
    padding-bottom:10px;
    }
    .blockquote p {
    margin: 0;
    padding-top:10px;
    }


    1. ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্লগারের ড্যাসশবোর্ড হতে বের হয়ে আসুন। 

    আপনাকে এবার New Post  বাটনে ক্লিক করে হবে। দেখবেন ব্লগকিউটটি পরিবর্তন হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।

    কখন কারো ব্লগ থেকে অনুমতি ছাড়া কপি পেষ্ট করবেন না। কারণ অনেক সময় দেখা যায় আপনার কষ্টের ব্লগটি ব্যান্ড হয়ে গেছে। তাই ব্লগিং করা নিজের চেষ্টা করার জন্য অনুরোধ করা হলো।

    No comments:

    Post a Comment