21 January 2015

বাংলা নববর্ষে আঁচলের নতুন গুণ্ডা দ্য টেরোরিস্ট (ছবি ও ভিডিও)

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে বিনোদন বিষয় নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে হাসি ঠাট্টা সকলের ভাল লাগে। তাই আজ আমি আপনার এই সৃসংবাদ জানাচ্ছি। উঠতি বয়সের নায়িকা হিসাবে আঁচল অনেকটা সফল। তার পথম ছবি "কিস্তিমাত" ২য় ছবি "গুণ্ডা দ্য টেরোরিস্ট"। আমি আপনাদের সাথে "গুণ্ডা দ্য টেরোরিস্ট" নিয়ে আলোচনা করবো। তাহলে বিস্তারিত দেখুন>>>



কিস্তিমাত ছবির ব্যাপক সাফল্যের পর বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা আঁচলের নতুন ছবি গুণ্ডা দ্য টেরোরিস্টইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী 




গত বছরের ১২ আগস্ট এর চিত্রধারণের কাজ শুরু হয়ঢাকা ও কক্সবজারসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছেচিত্রধারণের কাজ শেষে গত নভেম্বরেই `গুণ্ডা দ্য টেরোরিস্ট` সেন্সর বোর্ডে জমা দেয়া হয়অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র লাভ করেপ্রথম দফায় এ বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতার কথা চিন্তা করে আগামী ১০ এপ্রিল ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছেমূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই ছবিটি মুক্তি দিতে চলেছেন পরিচালক 




বৈশাখে বড়পর্দায় ফেরা প্রসঙ্গে আঁচল গণমাধ্যমকে বলেন, কিস্তিমাত ছবিটি নিয়ে দর্শকমহল থেকে দারুণ সাড়া পেয়েছিআশাকরি, নতুন ছবিটিও প্রত্যাশিত সফলতা অর্জন করবে

বর্তমানে অাঁচলের হাতে ৮-১০টি ছবি রয়েছেছবিগুলোর মধ্যে রয়েছে আবুল কালাম আজাদের হৃদয় দোলানো প্রেম, শামীম আহমেদ রনির মেন্টাল, শাহেদ চৌধুরীর আড়াল, ওয়াজেদ আলী সুমনের আজব প্রেম, মনতাজুর রহমান আকবরের বোঝে না সে বোঝে না, থ্রি লাভারস, মিস ইউ প্রভৃতি









আঁচল বলেন, মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোয় শতভাগ মনোযোগ দিয়ে অভিনয় করেছিঅভিনয়ের ক্ষেত্রে বিন্দুমাত্রও নিজেকে ছাড় দিইনিআশাকরি ছবিগুলো দর্শকদের দৃষ্টি কাড়বে

রাজু আহমেদের `ভুল` ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন অাঁচলতার দ্বিতীয় ছবি `বেইলি রোড` দর্শক মহলে দারুণ সাড়া ফেলেপরে ২০১৩ সালে বাপ্পী চৌধুরীর বিপরীতে `জটিল প্রেম` ছবির মধ্যদিয়ে আলোচনার শীর্ষে চলে আসেন তিনিএরপর তার প্রেম প্রেম পাগলামি, কী প্রেম দেখাইলা, ফাঁদ, স্বপ্ন যে তুই শিরোনামের ছবিগুলো মুক্তি পায়। 


No comments:

Post a Comment