09 October 2014

আমার ব্লগারে মত আপনার ব্লগস্পট ব্লগে Feedbunner Recent Posts ওয়েডগেট যুক্ত করুন!!!

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করছি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আর আমি ও আপনাদের সকলের দোয়া ভালবাসা নিয়ে মোটামুটি ভাল আছি। আর আমি বেশ কিছু দিন আপনাদের সাথে নতুন শেয়ার করতে পারিনি কারণ অনেক কাছে ব্যস্ত ছিলাম। তাই ভাবছি আজ আমি আপনাদের সাথে এই নতুন টিপসটি শেয়ার করবো। যেই কথা সেই কাজ। তাই পোষ্ট লিখতে বসে পড়লাম। তাহলে আমার লেখাকে বিস্তারিত না করে মুল কাজের কথায় ফিরে আসি। দেথুন তাহলে >>>




কিভাবে আপনার ব্লগস্পট ব্লগে Feedbunner Recent Posts যুক্ত করবেন?

  • তারপর আপনার যদি জিমেইল একাউন্ট লগিন করা না থাকে তাহলে লগিন করুন।আর যদি জিমেইল একাউন্ট লগিন করা থাকে তাহলে একটি ফিডব্যানার এর ড্যার্শবোর্ড দেখতে পাবেন। 
  • এবং আপনারা এই ধরনের এই লিংক দেখতে পারেন। 

http://bloggingjogot.blogspot.com/feeds/posts/default
 
  • উপরের লাল কালার করা স্থানে আপনার সাইটের URL ব্যবহার করবেন। তার Next বাটনে ক্লিক করবেন। তার নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন। 



  • এবার আপনার আবার Next বাটলে ক্লিক করার পর নিচের মত একটি পেজ দেখতে পাবেন। 



  • উপরের চিত্রে দুইটি ঘর মার্ক করা স্থানে টিক চিহৃ দিয়ে তার পর Next বাটনে ক্লিক করুন। 


  • এবার আপনারা উপরের চিত্রে মার্ক করা স্থানে ক্লিক করুন এবং তার নিচের চিত্রের বাম পার্শ্বে বেশ কয়টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে BuzzBoost বাটনে ক্লিক করার পরে নিচের ছবি দেখতে পাবেন। 



  • আপনারা সকলে আপনাদের প্রয়োজন মোতাবেক অপশন গুলো নির্বাচন করবেন এবং তারপর Save/Next বাটনে করলে নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন। 


উপরের চিত্রের ভিতরে মার্ক করা যে কোড দেখতে পারেন। যা আপনি তেরি করবেন সেই কোডটুকু আপনার ব্লগে ব্যবহার করবেন।

আপনার কিভাবে যুক্ত করবেন।

  • আপনার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। 
  • সেখানে ড্রাপ ডাউন মেনু হতে লেআউট বাটনে ক্লিক করুন্ 
  • তার Add Gadget নির্বাচন করুন। 
  • এবার আপনার নতুন একটি উইন্ডোজ দেখতে পাবেন। সেখানে হতে HTML/JavaScript + ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোজ দেখতে পাবেন। 
  • Content ঘরে আপনার তৈরি করা কোডটুকু কপি পেষ্ট করবেন।

সেভ দিয়ে বের হয়ে আসবেন এবঙ তার আপনার কাজ শেষ হবে । তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।


No comments:

Post a Comment