09 October 2014

ইন্টারনেট হতে এখনো অনেক মানুষ বঞ্চিত! ইন্টারনেটে মানুষের অধিকার: মার্ক জুকারবার্গ

দু’দিনের ভারত সফরে এসে ইন্টারনেট ডট ওআরজি সম্মেলনে বক্তব্য পেশ করলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। সামিটে বক্তব্য রেখতে গিয়ে জুকারবার্গ বলেন, ১০০ কোটি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের সুবিধে পান না। আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ফেসবুকের সিইও।







একনজরে দেখে নেওয়া যাক, কী বললেন জুকারবার্গ-


  • গোটা দুনিয়াকে একসূত্রে বাঁধা কোনও একটি সংস্থা একা করতে পারে না। তার জন্য সবাইকে হাত মেলাতে হবে। সমস্ত বাঁধা ভেঙে ইন্টারনেটের পরিধি আরও বড় করতে হবে।
  • অ্যাপস তৈরি নিয়ে আমরা একটি প্রতিযোগিতা চালু করতে চলেছি।
  • ফেসবুক স্থানীয় ভাষার উপর জোর দেবে।
  • জরুরী পরিষেবার মত করে ভারতে ফ্রি ইন্টারনেট চালু করা উচিৎ: জুকারবার্গ।
  • আঞ্চলিক ভাষার কনটেন্টের ওপর জোর দিচ্ছে ফেসবুক: জুকারবার্গ।
  • শুক্রবার মোদীর সঙ্গে দেখা করে জুকারবার্গ বলবেন গ্রামে কিভাবে ফেসবুক ছড়িয়ে দেওয়া যায়।
  • ভারতে মোট ২২ টি ভাষা আছে। সব ভাষায় যাতে ফেসবুক ব্যবহার করা যায় সেদিকে নজর দিতে চাইছেন জুকারবার্গ।
  • মার্ক জুকারবার্গ: মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হলে উন্নয়ন সহজ হয়।
  • ৬৯% মানুষই জানেন না ইন্টারনেট কী?
  • অনেকে মোবাইল ফোনকে এখনও যোগাযোগের প্রাথমিক ভাবেন।
  • ডেটা প্ল্যান কেনার আগে ভাবুন একে কী কী কাজে ব্যবহার করতে পারবেন।
  • মহিলারা কম ইন্টারনেট ব্যবহার করেন পুরুষদের তুলনায়।
  • ভারত তাদের প্রযুক্তিগত যোগ্যতা প্রমাণ করেছে মঙ্গলায়নে। ভারতে আরও বেশি ইন্টারনেট ব্যবহার হওয়া উচিৎ: জুকারবার্গ।
  • লক্ষ লক্ষ ভারতীয় আছেন যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না: জুকারবার্গ।
  • যোগযোগ ব্যবস্থা শুধুমাত্র ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না: জুকারবার্গ।

 তথ্যসূত্র: ইন্টারনেট

তো আজ এই পর্যন্ত। আগামীমে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তত দিন পর্যন্ত আপনার আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment