05 September 2014

ডি-লিংক রাউটারের সঙ্গে রাইটার (D-Link) ব্যাকপ্যাক বুঝে নিন!!!

বন্ধুরা আমার সালাম ও শভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা সকলে আল্লাহর এই সুবিশাল দুনিয়াতে পরিবার পরিজন এবং প্রযুক্তিকে সঙ্গে নিয়ে ভাল আছেন। আর আমি আপনাদের দোয়া ও শুনম্র শ্রদ্ধা নিয়ে ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে তথ্য পুযক্তির নতুন সংযোজন ডি-লিংক রাইটার নিয়ে হাজির হয়েছি। কেননা আমাদের সকলের ইন্টারনেট সম্পর্কে  জানা। তাই আর আমি আপনাদের সাথে ইন্টারনেট সম্পর্কে তেমন বিস্তারিত আলোচনা করবো না। এই ডি-লিংক রাউটার সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো। 





এই দিকে সকল ব্যবহার কারীদের কথা মাথায় রেখে সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করছেন কম্পিউটার সোর্স। তারা সকল ব্যবহার কারীদের জন্য এই সেবা টি দিতে অবহত রাখবে। 

  • D-Link সম্পর্কে বিস্তারিত জানতে পারেন নিচের লিংক হতে। 



ডি- লিংক রাউটারের মডেল সম্পর্কে জেনে নিন?

বর্তমানে ডি-লিংক রাউটার ছয়টি মডেল বাজার করছে বলে বিভিন্ন মাধমে জানা যায়। তা হলে এক এক করে ছয়টি মডেল সম্পর্কে জানা যাক। মডেল ছয়টি হলো?


  • ডিআইআর ৬০০ এল
  • ডি-লিংক ৬০০ এল
  • ডি-লিংক রাউটার ৫০৬ এল
  • ডিডাব্লিউআর ৭৩০বি
  • ডি-লিংক ১১১
  • ডি-লিংক রাউটার ১১৩


এই সব কয় টি মডেল ডি-লিংক রাইটারের সাথে ব্যাকপ্যাক পাবেন বলে জানিয়েছেন কম্পিউটার সোর্স এর কর্তৃপক্ষ।


ডি-লিংক রাউটারের ব্যবহারের সুবিধা সমূহ!


  • প্রতিটি মডেল ডি-লিংক রাউটারের আলাদা আলাদা বৈশিষ্ট লক্ষ্য করা যায়। এর মধ্যে ডি-লিংক রাউটার ডিআইআর ৬০০ এল ও ৬০০ এল মডেলের ব্রাডব্যান্ড রাউটারে দুই বিয়ষে কাজ করে। ।  প্রথমত এন্ড্রোয়েড ও ওআইএস ডিভাইসের সাথে। অপর দিকে রাউটার দুটি ডাটা ট্রান্সফার ১৫০ ও ৩০০ এমবিপিএস। আর প্রতিটি মডেলে বাড়তি সুবিধাতো আছেই। আপনারা সকলে সিম ব্যবহার করতে পারবেন।

  • এছাড়া অন্যান্য মডেলের রাউটারে একত্রে ১০-১৫ জন সেবা গ্রহনকারী এক সাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর ভাবনা কিসের ৩ বছরের বিক্রয়ত্তোর সেবা তো আছেই। আর প্রতিটি রাউটারের প্রাইজ মানি সম্পর্কে জানতে পারেন এই লিংক হতে। 


আর আপনাদের নতুন কিছু জানার থাকলে প্রতিনিয়ত আমাদের সাখে থাকুন। তাই আর বেশি কিছু লিখলাম না। আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।



No comments:

Post a Comment