06 September 2014

আপনার ব্লগস্পট সাইটের ড্যাশবোর্ড হতে অতিরিক্ত সাইটগুলো রিমুভ করুন!! [মেগা পোষ্ট]

সকল বন্ধুকে আমার সালাম ও মোবারক বাদ জানিয়ে আমার আজকের লেখা আরম্ভ করলাম। কারণ ব্লগিং জগৎ এর এটাই আমার প্রথম লেখা। আর এই প্রথম লেখাটা যাতে করে সকলের কাছে গ্রহন যোগ্যতা লাভ করে সেই আশা নিয়ে লেখা। আপনারা সকলে হয়তো বা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বুঝাতে চেয়েছি। আপনারা পোষ্ট লিরোনাম দেখে কিছুটা  হলোও বুঝতে পেরেছেন। তাই আমি আর কথা না বাড়িয়ে মুল কাজের কথা চলে আসি । পোষ্টটি আপনারা ধাপে ধাপে দেখতে থাকুন।




কিভাবে রিমুভ করবেন দেথে নিন।

  • আপনার ব্লগার ব্লগের ড্যার্শবোর্ড প্রবেশ করুন।
  • তারপর ড্রাপ ডাউন মেনু হতে সেটিং নির্বাচন করুন এবং নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন।






  • তার পর আপনারা সেটিং অপশনে প্রবেশ করবেন। নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন।





  • তার আপনারা নিচের ধাপটি দেখুন তাহলে আপনারা সকলে কিছু টা হলেও বুঝতে পারবেন।





আপনি রিমুভ করা হতে কিভাবে সফল হবেন।


এবং আপনারা সকলে তার পরের ধাপটি দেখলে অবাক হবেন। আসলে কি একবার যদি কোন সাইট ক্রিয়েট করা হয় তা কিভাবে রিমুভ করা যায় না। তাই আমি আপনাদের সেই পুরাতন ধারনাকে বাদ দিয়ে নতুন একটা ধারনা শেয়ার করলাম। এতে যদি আপনাদের সামন্য তম উপকারে আসে তাহলে কিছুটা হলেও সার্থক হব। সর্বশেষ ধাপ দেখুন>>


Delete This Blog ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার ব্লগ সাইটের ড্যাশবোর্ডে পিরে আসবেন। নিচের চিত্রের মত দেখুন>>


আপনারা সকলে সময় পেলে আমার সাইট হতে একটু ঘুরে আসতে ভূলবেন না।
আজ এই পর্যন্ত । আর যদি লেখার মধ্যে কোন রকম ভুল হয়ে তাখে তাহলে ক্ষমার দুষ্টিতে দেকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

1 comment:

  1. ভাই আপনি যুগান্তকারী একটা পোষ্ট উপহার দিয়েছেন। নতুনদের জন্য অনেক কাজের।

    ReplyDelete