17 September 2015

২২ সেপ্টেম্বর আসছে মাইক্রোসফট অফিস ২০১৬!!!

অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর জন্য অফিস ২০১৬ সফটওয়্যারটি ২২ সেপ্টেম্বর উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন এক ব্লগ পোস্টে এই ঘোষণা দেয়া হয়েছে।দ্যা ভার্জের খবরে বলা হয়েছে, হোম ইউজার ও পেশাদার অফিস স্যুট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অফিস সফটওয়্যারের নতুন এই সংস্করণ ২২ সেপ্টেম্বর উন্মুক্ত করবে মাইক্রোসফট। নতুন এই সংস্করণ দেখতে ছোট হলেও এতে উল্লেখযোগ্য আপডেট থাকবে। সফটওয়্যারটির সাহায্যে একই সাথে অনেক ব্যবহারকারী রিয়েল-টাইম এডিটিং সুবিধা পাবেন।






অফিস ২০১৬ সংস্করণটিতে ডেস্কটপ কম্পিউটারের জন্য রঙিন থিম ব্যবহারের সুযোগ থাকবে। নতুন সংস্করণটিতে উইন্ডোজ ১০ এর টাচ সুবিধার অফিস সংস্করণের মিল থাকবে। নতুন সংস্করণে সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ ও ইমেইল ডেলিভারি ইত্যাদি সুবিধা উন্নত করা হয়েছে।নতুন সংস্করণে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, আউটলুক, ট্রান্সলেটর ইত্যাদিতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপলের নতুন আইপ্যাড প্রো, আইওএস ৯, ওয়াচ সফটওয়্যার, ওয়াচ ওএস২ সহ বিভিন্ন ডিভাইসে সহজে কাজ করতে পারবে।শুধু তাই নয়, অফিস ২০১৬ এর ওয়ার্ড ও এক্সেলে ইমেজ যুক্ত করার ফিচার আরও উন্নত করেছে মাইক্রোসফট।

সূত্র : অনলাইন পোর্টাল

No comments:

Post a Comment