19 August 2015

উইন্ডোজের সাথে কালি সানা ডুয়েল বুট সেটাপ করবেন কিভাবে? ভিডিও টিউটোরিয়াল সহ দেখে নিন!!

সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, তবুও জিজ্ঞেস করলাম। আসলে শুরু করবো কি লিখে বুঝতে পারছিলামনা।
আজকে আমি মূলত কালি লিনাক্স ইন্সটল করা নিয়ে কথা বলবো। যারা এই টিউন পড়ছেন, আশা করি সবাই কালি সম্বন্ধে জানেন। অনেকে হয়তো আমার চেয়ে বেশি জানেন, কারন আমি কালি ইন্সটল করতে পারলেও এটা চালাতে পারিনা। আজকের টিউনটা মূলত ভিডিও টিউন ভিত্তিক একটা টিউন। এইটাই আমার ফার্স্ট ভিডিও টিউন। তাই, বুঝতেই পারছেন টিউনে অনেক ভুল-ভ্রান্তি পাবেন। দয়াকরে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।



কালি লিনাক্স ইন্সটল দেওয়ার জন্য যা যা দরকার হবে-
* কালি লিনাক্স এর iso ফাইল
* একটা পেনড্রাইভ
* আপনার ইচ্ছাশক্তি (যদিও এই জিনিসটা প্রথমে দরকার)

আমি প্রথমেই বলেছি আজকের টিউনটা মুলত ভিডিও টিউন। সো, বুঝতেই পারছেন, এখন আমাদের ইউটিউবে চলে যেতে হবে।


আশা করি সবাই কাজটা করতে পারবেন। এর পরেও কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। তবে, আমার মনে হয় কারো কমেন্ট করার প্রয়োজন হবেনা।

আর নিচ থেকে সরাসরি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। তাহলে আপনারা নিচ থেকে দেখুন কালি সানা সাথে উইন্ডোজ বুটেবল করার ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।



ধন্যবাদ সবাইকে-

Search Tag: Dual boot kali linux with Windows, how to install kali linux on computer, install kali sana on computer, booting kali  linux alongside computer, install kali linux, kali linux booting.

No comments:

Post a Comment