07 August 2015

আপনার প্রিয় ওয়েব সাইট শেয়ার করুন অন্য সাইটে নয়া কৌশল [মেগা টিউনস]

বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের জন্য একটা চমৎকার টিউনস শেয়ার করছি। আপনারা সকলে টিউনটি টাইটেল দেখে ভাবতে থাকুন আমি টপি শেয়ার করছি। তো বন্ধুর আমরা যারা বিভিন্ন ব্লগ সাইট ভিজিট করি থাকি। কিন্তু আমাদের নিজের সাইট শেয়ার করতে পারিনা। তো আপনাদের সেই বিষয় ভাবতে হবে। এখন থেকে যে কোন সাইটে আপনার ব্লগ বা ওয়েব সাইট শেয়ার করতে পারবেন। তো কৌশল গুলো শুরু করা যাক।


লাইভ ডেমো দেখুন : :):>:-bd


বন্ধুরা আমাদের অনেক সময় সাইটের ব্যাকলিংক বাড়ানোর দরকার হয়। কিন্তু ব্যাকলিংক কিভাবে বাড়ানো কোন উপায় খুজে পাই না। তো এই নয়া কৌশনের মাধ্যমে আপনার সাইটের ব্যাকলিংক বাড়ানো সম্ভব হবে। এদিকে একটি বিষয় হলো এই নয়া কৌশলেন মাধ্যমে আপনার সাইটের ব্যাকলিংক বাড়াতে পারবেন। যাতে অন্য সাইটের এডমিন বুঝতেই পারবে  না। সাইট এডমিনের চোখ ফাকি দিতে পারবেন। তো নিচের তিনটি প্রশ্ন দেখুন?

  1. কোথাও কমেন্ট করতে গেলে লিংক দিলে ভেজাল করে তাইনা?
  2. নিজের সাইটের লিংক না দিলে কমেন্ট করতে মনে চায় না?
  3. র‍্যাংকিং বাড়ানোর জন্য ব্যাক লিংক বাড়াবেন?

এক কাজ করেন স্মাইলসের পিছনে লিংক দিয়ে দেন। স্মাইলে ক্লিক করলেই চলে যাবে আপনার সাইটে। সাইটের এডমিনের বুঝতে খাটতে হবে হালকা কিন্তু গুগল ঠিকি বুঝে যাবে
আর হয়ে গেল আপনার ব্যাক লিংক। এভাবে লিংক বাড়াতে থাকেন তাড়াতাড়ি সবাই এই চালাকি জেনে ফেলার আগে
আপনার কমেন্টের যেখানে স্মাইল দিতে চান সেখানে নিচের কোড টা পেস্ট করেন-<a href=”http://www.tunertunes.party”>:)</a>
http://www.tunertunes.party/ এর জায়গায় আপনার সাইটের লিংক দেন। আর : ) এর স্থলে যেই স্মাইল দিতে চান সেইটা দেন।

তাহলে আজ এই পর্যন্ত। আগামীতে নতুন টিউনস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment