15 July 2015

Talking Battery Metter সফটওয়্যারটি এক্ষুনি ডাউনলোড করে নিন এবং জেনে নিন আপনার স্মার্ট ফোনের ব্যাটারী কতটুকু ব্যয় হয়েছে।

কেমন আছেন বন্ধুরা। আমি বিশ্বাস করি আপনারা সারা রাত ইবাদত পালন করে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন। তো ক্লান্ত না বলে নব উদ্দ্যমে নিজেকে জাগ্রত করে নতুন ভাবে ভাসতে চাই। হাতে যদি একটা স্মার্ট ফোন থাকে তাহলে তো আর কোন কথা থাকে না। কিন্তু হাতে থাকা স্মার্ট ফোন কখন যে চার্জ শেষ হয়ে গেছে তা বুঝতে পারলাম না। এখন থেকে ব্যাটারী চিন্তা বাদে দিয়ে সামনের দিকে অগ্রসর হব। তাই আজ আমি আপনাদের সাথে স্মার্ট ফোনের জন্য একটি অসাধারন সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলে এই সফটওয়্যারটি নাম জানতে অধির আগ্রহে দিন গুনছেন। তাহলে আর দেরি না করে এখুনি জেনে নেওয়া যাক। এই অসাধারণ ব্যাটারী সফটওয়্যারটি নাম Talking Battery Meter। তাহলে তো এবার মুল পর্বে ফিরে আসা যাক।





কিভাবে এই সফটওয়্যারটি সংগ্রহ করবেন।


বন্ধুরা আপানার গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা নিচের এই লিংক হতে অ্যাপসটি ডাউনলোড করুন। আর মজা উপভোগ করতে থাকুন।
Download Link- Talking Battery Meter

আপনার এন্ড্রোয়েড ফোনে অ্যাপসটি ইন্সষ্টল করুন। তার পরে চি্ত্রের মত সেটিং পরিবর্তন করে ফেলুন।




ব্যাস বন্ধুরা এবার কাজ শেষ। তাহলে বন্ধুরা এই পর্যন্ত । আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment