26 July 2015

আপনার প্রেরিত ইমেইল আপনি নিজেই নিয়ন্ত্রণ করুন! ছোট একটা প্লাগিন দিয়ে।

আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাখে ইমেইল নিয়ে আলোচনা করবো। আপনারা সকলে তো আপনার আপনজনের কাছে ইমেইল পাঠিয়ে থাকেন। কিন্তু সেই পাঠানো ইমেইল আর নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন না। সেই বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করবো। তো আর দিরে না। তাহলে শুরু করা যাক। 


ডিমেইলনের সুবিধাসমূহ দেখুন?


আপনি কী চান জিমেইলে কাউকে মেইল পাঠানোর পর সে মেইলটি নিজে থেকেই মুছে যাক? আপনাকে এ সুবিধা দেবে গুগল ক্রোমের ডিমেইল নামের একটি প্লাগইন। আপনার পাঠানো মেইলটি প্রাপক কতক্ষণ পড়তে পারবেন তার নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। সম্প্রতি উন্মুক্ত করা গুগলের এ সেবাটি নিরাপদ যোগাযোগ ও ব্যক্তিগত আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে ডিমেইল যোগ করা হলে ইমেইলের সেন্ড বাটনের পাশে ‘সেন্ড উইথ ডিমেইল’ নামের একটি বাটন পাওয়া যাবে।

মেইল পাঠানোর পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত আনার উপায় অবশ্য জিমেইলেই আছে। ৩০ সেকেন্ড পর্যন্ত সময় জিমেইলের সেটিংসের মাধ্যমেই ঠিক করে দেওয়ার সুবিধা রয়েছে। তবে এ ক্ষেত্রে ডিমেইলের মাধ্যমে ইচ্ছানুযায়ী সময় নির্ধারণ করে দেওয়া যায়। মেইল প্রেরক তাঁর ইচ্ছানুযায়ী মেইল পাঠানোর সময় নির্ধারণ করে দিতে পারবেন। অর্থাৎ মেইল প্রেরক যদি এক ঘণ্টা সময় নির্ধারণ করে দেন তবে ওই মেইলটি পাঠানোর পর এক ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ইনবক্স থেকে মুছে যাবে।

ডিমেইল কর্তৃপক্ষের দাবি, এ পদ্ধতিতে মেইল পাঠানো নিরাপদ হবে, কারণ এতে নিরাপদ এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও শিগগিরই ডিমেইল এমন একটি ফিচার উন্মুক্ত করবে যাতে মেইল প্রাপক প্রাপ্ত মেইলটি ফরোয়ার্ড করতে পারবেন না।

বার্তা পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবে তা মুছে যাওয়ার বিষয়টি এত দিন স্ন্যাপচ্যাট নামের মেসেজিংয়ে সীমাবদ্ধ ছিল। ডিমেইলের মাধ্যমে অনলাইন যোগাযোগের ক্ষেত্রেও এই সুবিধাটি এখন যুক্ত হলো।

[টিউনটি আংশিক অংশ কপি করা] সুত্র : প্রথম আলো

টিউনটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামীতে নতুন টিউন নিয়ে আপনাদের সামণে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment