22 June 2015

আপনার পিসিতে রাখা ফোল্ডার লক করুন ছোট একটা সফটওয়্যার দিয়ে। [সিরিয়াল কিসহ]

বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি তরতাজা ও কার্যকরী একটা সফটওয়ার। কেননা আমরা ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করি। তাদের পিসিতে অনেকে গোপনীয় ফোল্ডার বা ডকুমেন্ট ফাইল থাকে। কিন্তু আসলে সেই ডকুমেন্ট ফোল্ডার গুলো গোপন রাখতে পারচ্ছি না। তো কোন ভাবনা নাই। তাই আপনারা নিচ থেকে Folder Lock v7.5 সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং পিসিতে সেটাপ দিন। তার পর কাজ শুরু করুন। তো শুরু করা যাক।



—–Download Link ——

 https://userscloud.com/d9oza16wtxa5

সফটওয়্যারটি কোন কোন উইন্ডোজে সাপের্ট করবে? 

Folder Lock v-7.5 সফটওয়্যারটি অপারেটিং সিষ্টেম Windows 8/7 / Vista / XP (32/64-bit) ব্যবহার করতে পারবেন। 

সফওয়ারটি ৮.৯ এমবি তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন।

ক্র্যাক ফাইল সিরিয়াল কি ও রেজিষ্ট্রশন কি সহ?



Serial Key : F7-20120725-7-239532
Registration Key : 6658DE00CA1040167818DA708A164EB44C2CF44A

তাহলে আজ এই পর্যন্ত । আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভাল থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। 

No comments:

Post a Comment