22 March 2015

আপনার পিসি ফোল্ডার কালার করার সবচেয়ে সহজ টিউটোরিয়াল।

বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর বন্ধুরা আমি আপনাদের সকলে দোয়া নিয়ে ভাল আছি। বন্ধুরা আমি আপনাদের সাথে ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা যারা কম্পিউটার নিয়ে সর্বদা খোলা করি। কিন্তু সবসময় এক রকম দেখতে ভাল লাগে না। মাঝে মাঝে পিসিকে কিছুটা হলোও পরিবর্তন করার দরকার। তাই আমি আপনাদের সাথে তেমনি একটি বিষয় নিয়ে আলোচনা করবো। বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিসিতে ফোল্ডার রং বা ফোল্ডার কালার করা যায়। তো বন্ধুরা দেখুন নিচ থেকে। 


বন্ধুরা আপনারা যদি বিষয় টি বুঝতে না পারেন তাহলে এই ভিডিও টিউটোরিয়াল টি আজ থেকে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের কিছুটা হলোও কাজে আসবে।


কিভাবে ফোল্ডার কালার করবেন। 


  • বন্ধুরা আপনারা প্রথমে এখান থেকে ১.৩ এমবি সাইজের সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন এবং 
  • ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইন্সষ্টল করে নিবেন। 
  • এবার আপনারা পিসির ড্র্রাইভার হতে ফোল্ডারের উপর কারচার নিয়ে রাইট বাটন চাপলে নিচের চিত্রের মত দেখতে পাবেন। 

  • এবার আপনারা ২-১ সেকেন্ডের মধ্যে দিখতে পারেন আপনার পিসির ফোল্ডার কালার পরিবর্তন হয়েছে।
আর বন্ধুরা নতুনদের বুঝার জন্য নিচে একটি বাংলা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম। প্রয়োজন হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পাবেন।


ব্যাস, বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। আগামীতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তত দিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে এর মাধমে জানবেন। আমি যতটুকু জানি তা আপনাদের শেখানো চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment