10 February 2015

আপনার কম্পিউটার মনিটরের ছবি কে সহজে ক্যামেরায় বন্ধি করুন। না দেখলে মিস করবেন??

বন্ধুরা নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের সকলের দোয়া নিয়ে ভাল আছি। আর আমি আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি শেয়ার করছি। আপনারা সকলে হয়তো বা এতক্ষণে নিশ্চয় কিছুটা হলেও অনুমান করতে পারছেন। আমি আপনাদের কি নিয়ে আলোচনা করতে চাই। পোষ্ট শিরোনাম দেখে ভয় পাওয়া কিছুই নাই। কেননা এটা একটা সহজ কাজ। বন্ধুরা পোষ্টটির বিস্তারিত দেখুন ধাপে ধাপে। তো শুরু করা যাক। 

আপনার কম্পিউটার মনিটরের ছবিকে সহজে ক্যামেরায় বন্ধি করুন।


উপরের ছবিটি দেখলে আপনারা সকলে কিছুটা হলেও বুঝতে পারবেন। আসলে কিভাবে উপরের ছবিটি ক্যামেরায় বন্ধি করা সম্ভব হবে। নিচের ধাপটি দেখুন কিভাবে মনিটরের ছবি টি স্কীনসট বা ক্যামেরায় ফ্রেমে বন্ধি করা সম্ভব। 

কিভাবে আপনার পিসিতে ব্যবহারিত স্কীনকে ছবিতে রুপান্তর করবেন। 

  • প্রথমে আপনার পিসি এবং মনিটরের ইলেক্ট্রিক সুইজবোর্ড হতে সুইজ অন করুন।
  • তার আপনার পিসি পাওয়ার অন করুন এবং কিছু সময় অপেক্ষা করুন। পিসি অন হওয়া পর্যন্ত। 
  • তার নিচের ছবি টি লক্ষ্য করুন।
আপনার কম্পিউটার মনিটরের ছবি কে সহজে ক্যামেরায় বন্ধি করুন





  • এবার ষ্টাট বাটনে ক্লিক করুন। 
  • Start বাটনে ক্লিক করার পরে উপরের ছবির মত পেজ দেখতে পাবেন। সেখান থেকে সার্চ অপশনে Snipping Tool লিখে সার্চ করুন। 
  • এর পর Snipping Tool  ক্লিক করার পরে নিচের ছবি টি দেখতে পারেন।

আপনার কম্পিউটার মনিটরের ছবি কে সহজে ক্যামেরায় বন্ধি করুন।


  • উপরের স্কীনটি উপরে মাউস পয়েন্টার নিচে মনিটরের ছবিটি ঘোলাটে দেখাবে এবং লাল কালাল চিহ্নত ঘরে ড্রাপ ডাউন বাটলে ক্লিক করলে নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন। 
  • এবার স্কীন ফুল ভিউতে ক্লিক করুন এবং ছবিটি সেভ করুন।
ব্যস এবার আপনার কাজ শেষ। যদি বিষয়টি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ। 


তো বন্ধুরা আজকের মত এই পর্যন্ত। আগামীতে আরো সুন্দর কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment