13 January 2015

আপনার ব্লগার ব্লগে Alexa Rank ওয়েডগেট যুক্ত করুন খুবই সহজে???

আমার সালাম নিবেন। আমি আশা করছি আপনারা সকলে ভাল আছেন। বন্দুরা আজ আমি আপনাদের সাথে Alexa Rank নিয়ে আলোচনা করবো। কেননা প্রিয় ওয়েব সাইটকে টপ লেবেলে দেখান প্রত্যাশা আমাদের সকলে আছেন। তাই SEO  করাটা অন্যান্ত জরুরী। Alexa Rank  ওয়েব পেচকে SEO করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বিষয়ে আর বিস্তারিত না লিখে মুল কাজের কথা ফিরে আসি। তাহলে দেখুন>>>







কিভা্বে আপনার ব্লগার ব্লগে Alexa Rank Widget যুক্ত করবেন।


  • প্রথমে আপনার ব্লগার ব্লগের ড্যাশবোর্ড প্রবেশ করবেন। 
  • ড্যাশবোর্ড হতে ড্রাপ ডাউন মেনু হতে লেআউট নির্বাচন করুন। 
  • তার এ্যাড এ ওয়েডগেট নির্বাচন করুন। 
  • তার পর Add HTML/Javascript করুন।
  • তার কন্টেন ঘরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন। 
<a href="http://www.alexa.com/siteinfo/yoursite.com"><script type="text/javascript" src="http://xslt.alexa.com/site_stats/js/s/a?url=Bloggungjogot.com"></script></a>
  • এখানে আপনার ব্লগের URL টি বসালে এনাফ। লাল কালার করা স্থানে আপনার ব্লগের লিংকটা বসাবেন।
  • সেভ করে বের হয়ে আসুন।

ব্যস আপনার কাজ শেষ । এবার আপনার ব্লগে হতে ঘুরে আসুন। দেখবেন ১০০% কাজ হয়েছে। আপনাদের সকলে সার্বিক সঙ্গল কামনা করে আজকের বিদায়।আল্লাহ হাফেজ


No comments:

Post a Comment