01 September 2014

আপনার ব্লগার ব্লগে পোষ্টে Youtube ভিডিও Player যুক্ত করুন খুবই সহজে।

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় আমি একান্তভাবে বিশ্বাস করি আপনারা সকলে ভাল আছেন। আর আমি আপনাদের দোয়া ও শুনম্র শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে ভাল আছি। তাই আমি আপনাদের সকলের কথা মাখায় রেখে নতুন কিছু শেয়ার করছি। আমাদের সকলের ব্লগ সাইট আছে। কিন্তু আমরা ব্লগ পোষ্টে Youtube ভিডিও প্লেয়ার যুক্ত করতে পারি না। তাই সুষ্ঠ সমাধান দেওয়া চেষ্টা করলাম মাত্র। তাহলে দেখুন>>>>



  • কিভাবে আপনার ব্লগার ব্লগে যুক্ত করবেন। 



 ১// প্রথমে আপনার ব্লগার ব্লগে New Post  ক্লিক করুন।
২// তার পরে আপনার Embed Code কপি করুন।
৩// সর্ব শেষে কোডটি আপনার ব্লগ পোষ্টের যে স্থানে বসাবেন সেখানে পেষ্ট করুন।

<iframe width="550" height="400" src="http://www.youtube.com/embed/Vcode" frameborder="0" alilowfullscreen></iframe>

সর্তকতা : উপরের কোডের ভিতরে লাল কালার লেখা VCode মুছে দিয়ে আপনার Youtube URL Code টি বসাবেন কেমন।এছাড়া দৈর্ঘ্য ও প্রস্থ আপনার পছন্দমত ব্যবহার করতে পারেন।

এছাড়া আরো একটি ভাবে আপনার ব্লগার ব্লগ পোষ্টে YouTube Video Player  যুক্ত করতে পারবেন।

<object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/OdT9z-JjtJk&autoplay=1" /><embed height="350" src="http://www.youtube.com/v/OdT9z-JjtJk&autoplay=1" type="application/x-shockwave-flash" width="425"></embed></object>



তাহলে আজকের মত ব্লগ পোষ্ট হতে বিদায় নিলাম। পোষ্টে কোন রকম ভূল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন কিছু জানার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment