16 September 2014

এসইও শিখতে আগ্রহীদের জন্য লেটেষ্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল। প্রথম পর্ব- (এসইও কি, কেন, কিভাবে? লেটেষ্ট ভার্শন)

কেমন আছেন সবাই? ফ্রীল্যান্সিং শুরু করার জন্য অনেকেই প্রথমে এসইও শিখতে আগ্রহ প্রকাশ করেন আবার অনেকে অন্যান্য বিষয়ের কাজ শিখতে চান। কিন্তু আসলে এসইও কিন্তু শুধু যারা এসইও শিখে কাজ করবেন তাদের জন্যই নয়। এটি আমার মতে অনলাইনে ঘাটাঘাটি করেন এবং সবারই জানা থাকা উচিত বলে আমি মনে করি। কারন, এসইও অনলাইনের সামগ্রিক বিষয়ের সাথে জড়িত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে কেবল ফ্রীল্যান্সিং করার জন্যই এসইও শিখবেন এমন মোটেও নয়। অনলাইনে আপনার জ্ঞান সমৃদ্ধ করতে এসইও প্রয়োজন। আপনি যদি ফ্রীল্যান্সিং নাও করেন, বা আপনি যদি শুধু মাত্র নেটের একজন স্বাভাবিক ইউজারও হন তাহলেও যদি আপনি এসইও শেখেন, এতে করে আপনি দেখবেন আপনি খুব সহজে নেট থেকে বিভিন্ন বিষয় বের করে ফেলতে পারছেন বা অন্যদের তুলনায় কম সময় আপনি বেশি তথ্য পেয়ে যাচ্ছেন। তাছাড়া নেটের অনেক কিছুই এবং অনেক কমন প্রশ্নের উত্তর পেতে আপনি এসইও এর নলেজ মাথায় রাখতে পারেন। আর যারা প্রফেশনালভাবে এসইও শিখে আয় করতে চান তারা তো পারবেনই। তো যাই হোক, আসল কথায় আসি, আপনাদের জন্য আমাদের এসইও টিউটোরিয়াল এ সম্প্রতি কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনে কিছু কিছু ভিডিও টিউটোরিয়াল বাদ দেয়া হয়েছে এবং নতুন কিছু টিউটোরিয়াল যোগ করা হয়েছে। আপনাদের সেই লেটেষ্ট টিউটোরিয়াল গুলো ধারাবাহিক ভাবে বিভিন্ন টিউনের মাধ্যমে দেয়া হবে। এই জন্যই আজকের টিউন।
 


কিভাবে আমাদের ব্লগ হতে এসইও ভিডিও টিউটোরিয়াল দেখবেন?

  • প্রথম আপনার কম্পিউটার রান করবেন?
  • তার পর আপনার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ দিবেন এবং যে কোন ব্রাউজার রান করবেন। পরবর্তী আমাদের ব্লগ সাইটে প্রবেশ করবেন।
  • সর্বশেষ এসইও ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারবেন। 





ব্যস তাহলে আপনাদের কাজ শেষ। তাই এই পর্যন্ত। আগামীতে আরো সুন্দর কিছু নিয়ে আপনাদের সাখে শেয়ার করবো ততদিন আপনাদের আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment