22 August 2014

আসুন আমরা জেনে নিন টুইটারে নতুন কোন 4 টি ভাষা যুক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

বন্ধুরা আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি শুধূ আশা করছি না একান্ত ভাবে বিশ্বাস করি আপনারা সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভাল আছেন। আর আমি আমি আপনাদের দোয় নিয়ে এই বিশাল আকৃতির সুন্দর পৃথিবীতে সকল পরিজনকে সাথে নিয়ে ভাল আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাখে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা সকলে কম বেশি ফেসবুক, টুইটার এর নাম শুনেছি। কিন্তু একটি বিষয় সম্পর্কে আমরা হয়তো বা এতটা অবগত ছিলাম না। 

কেননা বর্তমানে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট টুইটারে এবার বাংলাসহ মোট ৪টি ভাষা নতুন করে যুক্ত হয়েছেওয়েবসাইট ছাড়াও মোবাইল (mobile.twitter.com), অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশনে (অ্যাপ) বাংলা সমর্থনের সুবিধা চালু হয়েছেএর ফলে স¤পূর্ণ বাংলায় টুইট লেখা ও পড়া যাবে বর্তমানে ৪৪টি ভাষায় টুইটার ব্যবহার করা যায়, যার মধ্যে বেশ কয়েকটি ভাষা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে
তবে বাংলা পূর্ণাঙ্গভাবেই চালু হয়েছেযারা অনুবাদে যুক্ত হয়ে কাজ করছেন, এমন ব্যবহারকারীরা নামের পাশে পাবেন বিশেষ ট্রান্সলেটর চিহ্ন দিয়ে দেওয়া টুইটারবাংলা ছাড়াও সম্প্রতি ভিয়েতনামিস, চেক, রোমানিয়ান ও ইউক্রেনিয়ান ভাষা যুক্ত হয়েছে টুইটারেবিভিন্ন ভাষাভাষীর স্বেচ্ছাসেবকদের অনুবাদ করা এসব ভাষা এর আগে শুধু অনুবাদ কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের জন্য উন্মুক্ত ছিলমঙ্গলবার থেকে এসব ভাষার সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছেবাংলা কিংবা অন্যান্য ভাষা নির্বাচন করতে টুইটারের সেটিংস থেকে ভাষা অপশনে গিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবেচাইলে যে কেউ টুইটারের এ ভাষা অনুবাদেও যুক্ত হতে পারেনএতে নির্দিষ্ট শব্দ কিংবা লাইনের সঠিক অর্থ লিখে জমা দেয়া যাবেসেখান থেকে নির্বাচিত এবং সঞ্চালক কর্তৃক পরীক্ষিত হওয়ার পর সেটি মূল টুইটারে বাংলা ভাষায় যুক্ত হবে


আগ্রহীরা (translate.twitter.com) ঠিকানায় গিয়ে বাংলা অনুবাদে যুক্ত হতে পারেনউল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়তবে ২০০৬-এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেনটুইটার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে২০১০ সালের ৩১ অক্টোবর নাগাদ টুইটারে ১৭৫ মিলিয়ন অর্থাৎ ১৭.৫ কোটিরও বেশি সদস্য ছিলতবে গত বছরের প্রকাশিত তথ্য অনুযায়ী এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটিরও বেশি, যারা প্রতিদিন ৩৪ কোটি টুইট প্রকাশ করেনপ্রতি মাসে নিয়মিত টুইটার ব্যবহার করেন ২৪ কোটিরও বেশি ব্যবহারকারীসামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট টুইটারযেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (এখন আরও বর্ধিত হয়েছে)এই বার্তাগুলোকে টুইট (tweet) বলা হয়ে থাকে
টুইট লেখার জন্য সদস্যরা সরাসরি টুইটার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এছাড়াও মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট লেখার সুযোগ রয়েছেটুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরেএছাড়াও টেক্সাসের সান অ্যান্টোনিও এবং ম্যাসাচুসেটসের বস্টনে টুইটারের সার্ভার ও শাখা কার্যালয় রয়েছে

তাহলে আজ এই পর্যন্ত। আগামীতে আরো সুন্দর কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লগিং জগৎ এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। - See more at: http://bloggingjogot.blogspot.com/2014/08/blog-post_23.html#sthash.pFj5CxIr.dpuf
তাহলে আজ এই পর্যন্ত। আগামীতে আরো সুন্দর কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লগিং জগৎ এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। - See more at: http://bloggingjogot.blogspot.com/2014/08/blog-post_23.html#sthash.pFj5CxIr.dpuf
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভাল থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment