17 June 2014

ঘরে বসেই বাসের টিকিট কাটুন অনলাইলে?

দেশে প্রথমবারের মতো চালু হয়েছে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমwww.busbd.com ওয়েব পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই আন্তঃজেলা বাসের টিকিট কেনা যাবে গত ২ জুন  busbd.comএর বাস টিকিট কেনার সেবামূলক সফটওয়্যারটি শ্যামলী পরিবহনের সোহরাব পাম্প কাউন্টারে উদ্বোধন করা হয়
আর এখন থেকে busbd.comএবংshyamoliparibahanbd.com এ দুটো সাইট থেকেই অনলাইনে শ্যামলী পরিবহনের আন্তঃজেলা বাসের টিকিট কেনা যাবে
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন busbd.com এর ম্যানেজিং ডিরেক্টর আশফাক এ. রহমান, মোহাম্মদ সিদ্দিকুর  রহমান, ডিরেক্টর মার্কেন্টিং এন্ড সেলস, তালুকদার সবুর আহমেদ, ডিরেক্টর
টেকনিক্যাল এবং শ্যামলী পরিবহনের প্রোপ্রাইটর রমেশ চন্দ্র ঘোষ ও রমেন্দ্র  নাথ ঘোষ (ডিএমডি)এছাড়াও শ্যামলী পরিবহনের অন্যান্য পরিচালকরাসহ অনেকেই উপস্থিত ছিলেনসংশ্লিষ্টরা জানান এই ওয়েব পোর্টাল উদ্বোধনের ফলে মানুষের টিকিট কেনার ভোগান্তির অবসান ঘটলোস্ট্যান্ডে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে যাচ্ছে তাই সময় অপচয়ের অবসান ঘটলোএর ফলে বাসের টিকিট কেনার পদ্ধতিতে যোগ হয়েছে নতুন মাত্রাআর যাত্রীদের আন্তঃজেলা বাসে ভ্রমণ অভিজ্ঞতাকে করেছে আরও সহজ আনন্দদায়ক


No comments:

Post a Comment