• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

MARISHA

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

30 September 2015

জেনে নিন এবার যদি আপনার ফেসবুক স্ট্যাটাস ১০টি ডিজলাইক পড়লে মুছে ফেলবে ফেসবুক কর্তৃপক্ষ!!!

  চাঁদপুর প্রতিদিন     30 September 2015     ফেসবুক      No comments   
ফেসবুকে ডিসলাইক অপশন আসছে খুব শিগগিরই। সম্প্রতি ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ নিশ্চিত করেছেন বিষয়টি। ব্যবহারকারীদের মধ্যে যারা নতুন এই অপশনটি নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন তারাও হয়তো জানেন না যে নতুন এই অপশনে কী অপেক্ষা করছে তাদের জন্য।
ডিসলাইক অপশনের ভয়াবহ একটি অসুবিধার কথা এবার জানিয়ে দিল ফেসবুক। ব্যবহারকারীর দেয়া কোন স্ট্যাটাস যদি দশটির পরিমাণ ডিসলাইক পড়ে তাহলে তাহলে সেই বিষয়টিকে মুছে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।এ ব্যাপারে জুকারবার্গ জানান, 'ফেসবুকের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সহযোগিতা করা এবং পাশাপাশি মানুষকে একটি প্লাটফর্মে একত্র করা। আমরা ফেসবুকে ডিসলাইক অপশনের যুক্তের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে অনেক বছর যাবত অনুরোধ পেয়ে আসছিলাম। এবার এটি ফেসবুকে যুক্ত করতে যাচ্ছি আমরা। এর মাধ্যমে পোস্ট মুছে ফেলা এবং মনিটর করার কাজও সহজ হয়ে যাবে ফেসবুকের ক্ষেত্রে।'
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসলাইক অপশনটি ফেসবুকের জন্য লাভের চেয়ে ক্ষতির কারণই হবে। এখানথেকে ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক ডিসলাইক অপশনটি কিভাবে গ্রহণ করেন ব্যবহারকারীরা।

ক্রেডিট: আইটিমেলা২৪.কম
Read More

29 September 2015

গুগল ব্যবহারীদের জানা প্রয়োজন এমন ১০টি ইউআরএল সম্পর্কে জানুন কাজে লাগবে!!!

  চাঁদপুর প্রতিদিন     29 September 2015     গুগল , টিপস এন্ড ট্রিকস      No comments   
বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি পবিত্র ঈদুল আযহা বা কোরবানী ঈদ আপনাদের সকলের মহা-আনন্দের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়েছে। আর এই আনন্দকে আরো একধাপ বাড়িয়ে দিতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করছি। বন্ধুরা আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য বিশেষ করে আপনারা এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। আজ আমি আপনাদের জন্য গুগলের গুরুত্বপূর্ণ কিছু সেবা সম্পর্কে ধারনা দিব। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।


 জেনে নিন গুগলের সেরা ১০ টি সেবা সম্পর্কে যা আপনাদের কাজে লাগবে।


১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবেhttp://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেনhttps://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeoutঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
https://history.google.com
https://history.google.com/history/audio
https://www.youtube.com/feed/history
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
https://www.google.com/settings/account/inactive
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেইhttps://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই?https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

সুত্র বা ক্রেডিট : টেকটিউনস

তাহলে আজ বন্ধুরা এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। 

ট্যাগ : help, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড
Read More

23 September 2015

আপনার চলার পথের সঙ্গী মোবাইল পাওয়ার ব্যাংক!!!

  চাঁদপুর প্রতিদিন     23 September 2015     বিজ্ঞান ও প্রযুক্তি , মোবাইল      No comments   
আমার সালাম নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা সকলে ভাল আছেন। আর আপনাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিয়ে এসেছি মজাদার একটি টিউন। তো আপনারা নিচ থেকে টিউনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তো শুরু করা যাক।



ঈদে বাড়ি ফিরছেন? মোবাইল ফোন আর চার্জার ঠিকমতো গুছিয়ে নিয়েছেন তো? যাঁরা দীর্ঘপথ পাড়ি দেবেন, তাঁরা যাত্রাপথে চাইলে একটি পাওয়ার ব্যাংক সঙ্গে নিতে পারেন। যানজটে পড়ে আপনার স্মার্টফোন বা ডিভাইসে চার্জ ফুরিয়ে গেলে তা কাজে লাগবে। আপনার ঈদের কেনাকাটার তালিকায় তাই পাওয়ার ব্যাংকও রাখতে পারেন। এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য বাজারে পাওয়া যাচ্ছে নানা রকম বহনযোগ্য চার্জার।
জেনে নিন মডেল ও দরদাম—
গেডমি:এলিট পি ১০ মডেল, দাম দুই হাজার ৬৫০ টাকা।
মাইসেল:মাইসেল স্পাইডার ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ১ হাজার ৪৫০ টাকায়।
টিপিলিংক:টিপ লিংক পিবি ৫০,১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ২ হাজার ৭০০ টাকায়। টিএল পিবি, দাম ২ হাজার ৫৯০
জিওমি:জিওমি এমআই ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ১ হাজার ৭০০ টাকা।
এডেটা:পিভি ১০০, দাম এক হাজার ৫৫০ টাকা, পিভি ১১০ মডেলের দাম দুই হাজার ৫০০ টাকা।
অ্যাপাসার:বি ১২০, দাম এক হাজার ৭০০ এবং বি১ ১০, দাম এক হাজার ৪৫০ টাকা।
জিনিয়াস:দাম দুই হাজার থেকে চার হাজার টাকা।
টিপিলিংক:পিবি ১০৪০০, দাম দুই হাজার ৫০০ টাকা।
ওয়ালটন:৬ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম এক হাজার ২৫০ থেকে ২ হাজার ৩৫০ টাকা।
এ ছাড়াও ডিলাক্স, এমআই, উইনডি, আলট্রা ইত্যাদি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক বাজারে পাওয়া যাবে এক হাজার ৫০০ টাকার মধ্যে। বাজারে সোলার পাওয়ার ব্যাংক পাওয়া যাবে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে। এ ছাড়াও বাজারে স্মার্টফোন পাওয়ার ব্যাংকের মডেল অনুযায়ী দামের তারতম্য রয়েছে।
পাওয়ারব্যাংকবিষয়েজেনেরাখাভালো
পাওয়ার ব্যাংকের সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট, আইপড, এমপি থ্রিসহ নানা ডিভাইস চার্জ দেওয়া যায়। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ইউএসবি কেবল দিয়ে পুরোপুরি চার্জ দেওয়া যায় পাওয়ার ব্যাংকটিকে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটির সাহায্যে স্মার্টফোনে চার থেকে পাঁচবার চার্জ করা যায়। তবে মডেলে অনুযায়ী বিভিন্নতা রয়েছে কার্যক্ষমতার।
১. পাওয়ার ব্যাংক কেনার আগে এর ওয়ারেন্টি আছে কিনা দেখে নিন।
২. একেবারে কম দামে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৩. বাজারে এখন নকল পাওয়ার ব্যাংক পাওয়া যায়। ই-কমার্স সাইট থেকে পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৪. পাওয়ার ব্যাংকের বড় সমস্যা হলো ‘অ্যাম্পিয়ার’ ঠিক না থাকা। পণ্যটি রিফ্রাবিশড কি না দেখে নিন।
৫. ফোনের ব্যাটারির চেয়ে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কিনুন।
পাওয়ারব্যাংকদেখেকিনুন
বাজারে পাওয়ার ব্যাংক তৈরি করে না এমন অনেক ব্র্যান্ডের পণ্যও আছে। এগুলো রিফ্রাবিশড পণ্য। এ ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। বাংলাদেশে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের বিপণন বিভাগের প্রধান তারিক-উল-হাসান প্রথম আলোকে বলেন, পাওয়ার ব্যাংক কেনার আগে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। একটি হচ্ছে ব্র্যান্ডের পণ্য কেনা। রিফ্রাবিশড পণ্য না কেনা। দেখতে চকচকে হলেও বাজারে নিম্নমানের যে পাওয়ার ব্যাংক রয়েছে তার ভেতরে থাকে রিচার্জেবল ব্যাটারি। এতে মোবাইল ফোনে ঠিকমতো চার্জ হয় না। এ ছাড়া ব্যাটারি বিস্ফোরণ ঘটার আশঙ্কাও থাকে।
পাওয়ারব্যাংক কেনার আগে তা ধাতব কাঠামোর তৈরি কি না এবং তাতে লিথিয়াম পলিমারের ব্যাটারি আছে কি না তা দেখে নিন। বাজারে লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাংকও রয়েছে। তবে লি-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাংক ভালো। ওয়ারেন্টি আর ব্যান্ডের পাওয়ার ব্যাংক কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই।
[বি: দ্র: টিউনটি কপি পেষ্ট করা}
সূত্র: প্রথম আলো।
সকলে আমাদের সাথে থাকুন।
Read More

17 September 2015

২২ সেপ্টেম্বর আসছে মাইক্রোসফট অফিস ২০১৬!!!

  চাঁদপুর প্রতিদিন     17 September 2015     উইন্ডোজ      No comments   
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর জন্য অফিস ২০১৬ সফটওয়্যারটি ২২ সেপ্টেম্বর উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন এক ব্লগ পোস্টে এই ঘোষণা দেয়া হয়েছে।দ্যা ভার্জের খবরে বলা হয়েছে, হোম ইউজার ও পেশাদার অফিস স্যুট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অফিস সফটওয়্যারের নতুন এই সংস্করণ ২২ সেপ্টেম্বর উন্মুক্ত করবে মাইক্রোসফট। নতুন এই সংস্করণ দেখতে ছোট হলেও এতে উল্লেখযোগ্য আপডেট থাকবে। সফটওয়্যারটির সাহায্যে একই সাথে অনেক ব্যবহারকারী রিয়েল-টাইম এডিটিং সুবিধা পাবেন।






অফিস ২০১৬ সংস্করণটিতে ডেস্কটপ কম্পিউটারের জন্য রঙিন থিম ব্যবহারের সুযোগ থাকবে। নতুন সংস্করণটিতে উইন্ডোজ ১০ এর টাচ সুবিধার অফিস সংস্করণের মিল থাকবে। নতুন সংস্করণে সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ ও ইমেইল ডেলিভারি ইত্যাদি সুবিধা উন্নত করা হয়েছে।নতুন সংস্করণে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, আউটলুক, ট্রান্সলেটর ইত্যাদিতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপলের নতুন আইপ্যাড প্রো, আইওএস ৯, ওয়াচ সফটওয়্যার, ওয়াচ ওএস২ সহ বিভিন্ন ডিভাইসে সহজে কাজ করতে পারবে।শুধু তাই নয়, অফিস ২০১৬ এর ওয়ার্ড ও এক্সেলে ইমেজ যুক্ত করার ফিচার আরও উন্নত করেছে মাইক্রোসফট।

সূত্র : অনলাইন পোর্টাল
Read More

16 September 2015

আপনার ব্লগ বা ওয়েব সাইটের ট্রাফিক ও ভিজিটর বাড়াতে কার্যকরী ১৫টি টিপস!!!

  চাঁদপুর প্রতিদিন     16 September 2015     ব্লগার , ব্লগার টিপস      No comments   
বন্ধুরা আপনারা কেমন আছেন। নিশ্চয় আপনারা ভাল আছেন। আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে এই প্রযুক্তির যুগে ভাল আছি। বন্ধুরা কাজের এত ব্যস্ততার কারণে আমি আগের মত আপনাদের জন্য টিউন করার মত সময় করতে পারছি না। তার জন্য আমি আগ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করছি। কেননা আমরা সর্বদা অনলাইনে কাজ করে থাকি তাদের একটি করে ব্লগ বা ওয়েব সাইট আছে। কিন্তু তাতে আশানুরুপ ফল পাওয়া যাচ্ছে না। তাই সেদিকে লক্ষ্য রেখে আপনাদের জন্য আমার এই ছোট প্রয়াস। তো শুরু করা যাক। 






জেনে নিন ব্লগ বা ওয়েবসাইটের ট্রাফিক ও ভিজিটর বাড়ানোর ১৫ টি কার্যকরি টিপসসমূহ?


বন্ধুরা আপনারা এবার নিচ থেকে ১৫টি কার্যকরি টিপস সম্পর্কে জেনে নিন। 


  1. নিয়মিত ইউনিক কনটেন্ট প্রকাশ করুন। 
  2. বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ বা ওয়েব সাইট সাবমিট করুন। 
  3. ব্লগরোল ব্যবহার করুন ও আপডেট রাখুন। 
  4. নিজের এবং রিলেটেড সাইটে কমেন্ট করুন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিন। 
  5. ব্লগের আরএসএস ফিড সেটিং করুন। 
  6. লিংকস ও ট্রাকবার ব্যবহার করুন।
  7. প্রতিটি পোষ্টে ট্যাগ ব্যবহার করুন। 
  8. বিভিন্ন বুকমার্কিং সাইটে আপনার সাইটের পোষ্ট শেয়ার করুন। 
  9. সার্চ ইঞ্চিন থেকে ট্রাফিক আনার জন্য মেইন কীওয়ার্ড ও রিলেটেড কীওয়ার্ড অনুসরণ করে পোষ্ট করুন। 
  10. ছবি দিতে ভূলবেন না। 
  11. গেষ্ট ব্লগিং করুন এবং আপনার ব্লগে গেষ্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন। 
  12. ফোরাম, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।
  13. ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ প্রমোট করতে পারেন।
  14. আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।
  15.  অফলাইনে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন।

বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য নতুন টিউন নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাখে থাকুন। আর যদি টিউনটি আপনাদের সামান্যতম ভাল লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভূলবেন না। আল্লাহ হাফেজ।
Read More

03 September 2015

উইন্ডোজ ১০ এ গোয়েদাগিরি বন্ধের উপায় জেনে নিন!!!

  চাঁদপুর প্রতিদিন     03 September 2015     উইন্ডোজ      No comments   
কেমন আছেন বন্ধুগণ। আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আপনা সকলে জানেন বিগত ২৯শে জুলাই মাইক্রোসফট তাদের সর্বশেষ সংস্করন উইন্ডোজ-১০ সকলের জন্য উন্মুক্ত। তবে এদিকে কথা না বাড়িযে ফিরে আসি মুল কাজের কথায় । তো শুরু করা যাক। 





ইতোমধ্যেসাড়ে ৭ কোটিরও বেশি ডিভাইসে এটি ইনস্টল করা হয়েছে।

উইন্ডোজ-১০ এর যেমন এক পসরা সুবিধা রয়েছে, তেমনি রয়েছে অসুবিধাও। আর এই অসুবিধা নিয়েই যতো বিপত্তি।

অসুবিধাহলো- উইন্ডোজ-১০ আপনার সার্চিংয়ের ওপর গোয়েন্দাগিরি করতে পারবে। গোপনীয়তা ও গোয়েন্দাগিরির জন্য উইন্ডোজ-১০ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অনেকে। এমনকি রাশিয়ার বিভিন্ন সংস্থা এবং সংসদ সদস্য এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।

তবেএই সমস্যা থেকে উত্তোরণের উপায়ও উইন্ডোজ-১০-এ রয়েছে।

উইন্ডোজ-১০ মূলত সার্চ ফিচার হিসেবে কর্টানা (সফটওয়্যার) ব্যবহার করছে। আপনি যদি চান, আপনার পিসিতে উইন্ডোজ-১০ এর মাধ্যমে সার্চ করবেন না। তাহলে আপনাকে কর্টানা বন্ধ করতে হবে। তাহলে কিভাবে সার্চের সময় কর্টানা বন্ধ রাখবেন সে উপায় নিয়েই এ আলোচনা।

আপনিযেসব ডাটা সার্চ করছেন উইন্ডোজ-১০ যেন সেগুলোর ওপর গোয়েন্দাগিরি করতে না পারে সেজন্য মাইক্রোসফটের ব্যবহৃত কর্টানা ডিসএবল করতে হবে। আর এজন্য চারটি সিম্পল স্টেপ ফলো করতে হবে।

১. সার্চ মেন্যু মেনু ওপেন করতে কম্পিউটারের টাস্কবারে থাকা সার্চ আইকন বা সার্চ টেক্সট বক্সে ক্লিক করুন।

২. নোটবুক আইকনে ক্লিক করে পরে সেটিংসে ক্লিক করতে হবে।

৩. এবার কর্টানা বন্ধ করতে টগল বাটনে ক্লিক করুন।

৪. সর্বশেষ একই পেজে থাকা অপর টগল বাটনে ক্লিক করে কর্টানা ফিচার বন্ধ করতে হবে।

একবারসফলভাবে ফিচারটি বন্ধ করতে পারলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের স্টার্ট মেনুটি আগের মতো অগোছালো নেই। সেইসঙ্গে আপনার সার্চ করা ফাইলের নাম দেখাবে এবং তা কম্পিউটারে সংরক্ষণ হবে।

সূত্র: আলোকিত বাংলাদেশ

Read More
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • AdSense অনুমোদন না হওয়ার প্রধান ১০ টি কারন!
    Google Adsense সর্বপ্রথম ২০০৩ সালের জুন মাসে অফিসিয়ালভাবে চালু করার পর হতে প্রথম ৩-৪ বৎসর যদিও অনুমোদন করা খুব সহজ একটা ব্যাপার ছিল কিন্তু ...
  • ব্লগার দিয়ে আপনি কি নিউজ সাইট তৈরি করতে চান? তাহলে এই থীমটি আপনার জন্য।
    বন্ধুরা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হলো নিউজ সাইটগুলো। কিন্তু আপনি নিজেও চান যে আমার একটা নিউজ সাইট থাক। কারন সেই অনুপাতে আপনারা নিউজ সাইট...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (30)
  • July (30)
  • June (17)
  • May (3)
  • April (10)
  • March (14)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (9)
  • September (16)
  • August (11)
  • July (8)
  • June (33)
  • May (3)

বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপনের জন্য নির্ধারিত স্থান!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!

আমাদের সম্পর্কে কিছু তথ্য জানুন!
Copyright © MARISHA™ All Rights Reserved |