19 June 2015

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন! সাথে ১ জিবি ফ্রি ফেসবুক!!

বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় বিশ্বাস খেকে বলছি রমজানুল মোবারক বাদ এই পড়ন্ত বিকালে আপনারা সকলে ভাল আছেন। আর ভাল খাকারই কথা কেননা রোযা থাকলে শরীর মন দুইটাই ভাল থাকে। তাই আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য আমার ছোট উপহার। তো আর বিস্তারিত নয়। চলুন এবার মুল কাজের কথায় ফিরে আসি। আমি বিশ্বাস করি আপনারা সকলে পোষ্ট শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আমরা সব সময় কাড়ি কাড়ি টাকা ব্যয় করে ১জিবি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করি। কিন্তু এখন থেকে আপনাদের কাড়ি কাড়ি টাকা ব্যয় করতে হবে না। সামান্য কিছু টাকা ব্যয় করে আপনি ১জিবি ইন্টারনেট ক্রয় করতে পারবেন। তো এবার নিচ শুরু করা যাক। 






বন্ধুরা আপনারা যারা গ্রামীনফোন এর বন্ধ সীম ব্যবহার না করে ঘরে ফেলে রেখেছেন তাদের জন্য এই অফারটি কার্যকর। তাই আপনার গ্রামীনফোন বন্ধ সীম চালু করে মাত্র ৯ টাকায় ১জিবি ইন্টারনেট প্যাকেজ চালু করতে পারবেন। এদিকে সাথে থাকছে বোনাস স্বরুপ ১জিবি ফেসবুক ইন্টারনেট ফ্রি দিচ্ছে। এক কথায় বলা যায় যে স্যোসাল মিডিয়ায় এ ব্যাপারে একটি টিপস পাবলিশ হয়। সেখানে উল্লেখ করা হয় যদি দীর্ঘ সময় ধরে আপনারা ইন্টারনেট সেবাটি বন্ধ কি না। যদি বন্ধ থাকে তাহলে this is the best time to turn it on কারণ গ্রামীনফোন এর বন্ধ ইন্টারনেট সেবা চালু করলেই আপনারা পাবেন ডুয়েল অফার। আর এই ডুয়েল অফার সংক্রান্ত তথ্য জানতে এক্ষুনি ডায়াল করুন *500*91# এই নম্বরে। ১জিবি ইন্টারনেট এবং সাথে থাকছে ১জিবি ফেসবুক ইন্টারনেট ফ্রি।

তো বন্ধুরা আজ এই পর্যন্ত । আগামীতে আরো তথ্য বহুল পোষ্ট নিয়ে আপনাদের সাথে মিলিত হব তত দিন আপনারা আমাদের সাখে থাকুন। আল্লাহ হাফেজ।

4 comments:

  1. আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন।

    ReplyDelete
  2. Anwar vai..Setting theke amar ID ke Admin banan. R koyta post set korbo home page a?

    ReplyDelete
    Replies
    1. রাব্বী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জবাব দেওয়ার জন্য। আর আপনি আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে আমি আশা করি। আর ভাই হোমপেজে ৮ টি পোষ্ট শো করাবেন। ধন্যবাদ ভাই।

      Delete