17 March 2015

ডাউনলোড করুন এসইও ফ্রেন্ডলী রিসপনসিভ ব্লগার থীম।

বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত ভাবে বিশ্বাস করি এই প্রযুক্তি খেলার ছলে আপনারা সকলে ভাল আছেন। আর আমি আপনাদের মঙ্গল কামনা করে অসাধারণ একটি ব্লগার থীম শেয়ার করছি। আমরা সকলে চাই সুন্দর একটা থীম যাতে করে সুন্দর কাজ করা। তেমনি একটি থীম হলো SEO BOSS RESPONSIVE THEMES। তো বন্ধুরা থীমটি দেখলে আপনাদের পছন্দ না হয়ে আপবেন না। তাহলে বন্ধুরা আপনারা লাইভ ডেমোটি দেখুন।আর এদি একটি না বললে নয় থীমটি অসাধারণ যাতে লোড সময় কম নেওয়া থীম। 

seo-boss-blogger-theme
SEO BOSS BLOGGER TEMPLATE



কিন্তু বন্ধুরা এই থীমটি বর্তমানে আমার ব্লগে ব্যবহার করছি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা লাইভ ডেমো দেখতে পাবেন। আসলে এই থীমটি লোড টাইম অনেক কম সময় নেয়। আপনারা থীমটি ব্যবহার করে দেখতে পাবেন।



থীমটির সঙ্গে যা যা থাকছেন তা এক নজরে দেখে নিন-


বন্ধুরা আপনারা নিচ থেকে ধাপে ধাপে দেকুন।

  1. টেমপ্লেটটি সম্পূর্ণ Responsive তাই সব ধরনের ডিভাইসে দেখা যাবে।
  2. ইছে মত কালার পরিবর্তন করতে পারবেন।
  3. অসাধারন লোড স্পীড যার কারনে কম নেট স্পীডেও ব্লগ ভিজিট করতে পারবে।
  4. SEO ফ্রেন্ডলি তাই সেটা নিয়েও চিন্তা থাকছে না।
  5. সুন্দর একটি অটো Read More বাটন আছে।
  6. একটি সুন্দর Drop Down মেনুবার আছে।
  7. সার্চ বক্স যুক্ত করা হয়ে Jason স্টাইলে।
  8. সব থেকে মজার জিনিস Font Awesome 4.3.0 ব্যবহার হয়েছে।
  9. অসাধারণ একটি রিলেটেড পোস্ট ওয়েডগেট আছে।
  10. Meta Keywords এবং Description ব্যবহারের সুবিধা আছে।
  11. ৩ Column বিশিষ্ট ফুটার যুক্ত আছে।
  12. কাস্টম এরর ৪০৪ পেজ 
আশা করছি থীমটিতে আপনার প্রয়োজনীয় সব কিছু পাবেন এবং আপনারা ইচ্ছা মত থীমটি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এতে করে আপনার কোন ধরনের বাধা থাকবে না। যদি আপনাদের উপরের ফিউচার ও ডিজাইন দেখে সামান্যতম ভাল থাকে তাহলে ব্যবহার করতে পাবেন। তাতে করে আপনি সাফল্য লাভ করবেন।

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আবার নতুন কোন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির তত দিন পর্যন্ত আপনারা আমাদের থাকুন। আর যদি কোন ধরনের সমস্যার পড়ের তাহলে মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।

4 comments:

  1. Replies
    1. রাব্বী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

      Delete
  2. ভাই আমি আমার ব্লগে টেমপ্লেটটি ইন্সটল করতে পারছিনা যদি বলতেন

    ReplyDelete
  3. রাজ ভাই আপনার ব্লগ লিংকটি শেয়ার করুন এবং টেমপ্লেটটি সেটা করতে আপনাকে ছোট একটা কাজ করতে হবে। সেটা হলো প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। তার পর আপনাকে ড্যাশবোর্ড= টেমপ্লেট=এডিট এইচটিএমএল ওপেন করার পর ডাউনলোডকৃত ফাইলটি ওয়েন করে থীম কোড কপি করে পেষ্ট করবেন। ধন্যবাদ।

    ReplyDelete